ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের ৫০তম বার্ষিকী উদযাপন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের ৫০তম বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে স্পেশাল অলিম্পিকের ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এবং পরে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উদযাপন করা হয় ৫০তম এ বর্ষপূর্তি।

সংবাদ সম্মেলনে স্পেশাল অলিম্পিকসের চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী বলেন, আমাদের বিশেষ ক্রীড়াবিদরা অন্য যেকোনো খেলাধুলা থেকে দেশের জন্য অনেক বেশি পদক এবং সম্মান অর্জন করেছেন। আমাদের যত্ম, সহযোগিতা এবং ভালোবাসায় বুদ্ধিপ্রতিবন্ধী মানুষগুলোকে সঠিক ভাবে যত্ম করলে তারাও মূল সমাজের একটি অংশ হয়ে উঠবে। তারা সমাজে সুষ্ঠু ভাবে অবদান রাখতে সক্ষম হবে।

সংবাদ সম্মেলন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাব থেকে শুরু হয়ে সুপ্রিমকোর্ট ও মৎস ভবন হয়ে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৯৪ সালে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের সদস্য হয়। এ পর্যন্ত স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় হাজার হাজার বৃদ্ধিপ্রতিবন্ধীকে  প্রশিক্ষিত করা হয়েছে। আনুমানিক ৩০ হাজার ক্রীড়াবিদ, ৩৫০ জন কোচ, দুই হাজার স্বেচ্ছাসেবক এবং দুই হাজার  বাবা-মা প্রতিষ্ঠানের প্রশিক্ষণের অধীনে আছেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৮/মামুন খান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়