ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রামের গ্রামাঞ্চলে ওয়ালটন ফ্রিজ কেনার ধুম পড়েছে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামের গ্রামাঞ্চলে ওয়ালটন ফ্রিজ কেনার ধুম পড়েছে

রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে শাহ আমানত ইলেক্ট্রনিক্স-এর সামনে ক্রেতারা ফ্রিজ নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায়।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: আর ক’দিন পরেই ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশের মতো চট্টগ্রামও উৎসবমুখর। আর এ উৎসবে যোগ হয়েছে ওয়ালটনের ফ্রিজ।

কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে ওয়ালটনের ফ্রিজ কেনার ধুম লেগেছে। গত এক সপ্তাহে ওয়ালটন ফ্রিজ বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এছাড়া ওয়ালটন পণ্য কিনে প্রতিদিন নতুন গাড়ি জিতে নেওয়ার বিশেষ অফার থাকায় ক্রেতারা ওয়ালটন ফ্রিজের দিকেই ঝুঁকছেন বেশি। ইতিমধ্যে গত দুই সপ্তাহে চট্টগ্রামে ওয়ালটনের ফ্রিজ কিনে দুই জন জিতে নিয়েছেন দুটি নতুন প্রাইভেটকার।

ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ফ্রিজ বিক্রির ক্ষেত্রে এখানে ওয়ালটনের ধারে কাছেও নেই অন্য কোন কোম্পানি। গ্রামাঞ্চলের ক্রেতারা ফ্রিজ বলতেই ‘ওয়ালটন’ বুঝেন। প্রথমত দেশীয় পণ্য আর দ্বিতীয়ত সুনাম-সুখ্যাতির জন্য তারা ওয়ালটনের উপর আস্থা রাখছেন নিশ্চিন্তে। বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রামের কয়েকটি গ্রামীণ এলাকায় ওয়ালটন শোরুম ও খুচরো বিক্রয় কেন্দ্রে ঘুরে ওয়ালটন ফ্রিজ বিক্রির এই ব্যাপক চাহিদার তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট বাজারের ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম শাহ আমানত ইলেক্ট্রনিক্স-এর স্বত্ত্বাধিকারী লোকমান তালুকদার বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে ওয়ালটনের বিভিন্ন মডেলের ফ্রিজ বিক্রি কয়েকগুণ বেড়েছে। আমরা ক্রেতার ভিড় সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছি। রাঙ্গুনিয়ার রোয়াজার হাট এবং মরিয়ম নগরে আমার দুটি শো-রুমে দম ফালানোর ফুসরত নেই।’

রাঙ্গুনিয়া উপজেলার সবচেয়ে বড় ওয়ালটনের শোরুমের মালিক লোকমান তালুকদার জানান, ওয়ালটনের ফ্রিজসহ ওয়ালটনের সবরকম পণ্য বিক্রি করে আমি দারুন সন্তুষ্ট। ক্রেতাদের কোন অভিযোগ অনুযোগ না থাকায় আমরা নিশ্চিন্তে ওয়ালটনের ফ্রিজ বিক্রি করতে পারছি। ক্রেতারাও বাড়িতে ওয়ালটন ফ্রিজ সন্তুষ্টি নিয়ে ব্যবহার করছেন।
 

চন্দ্রঘোনা লিচুবাগানে মার্সেল শো রুমের সামনে ক্রেতাদের উপহার দিতে নতুন গাড়ি সাজিয়ে রাখা।


এবারের কোরবানির ঈদকে ঘিরে শুধু ওয়ালটন ফ্রিজেই কোটি টাকার ব্যবসা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওয়ালটন ফ্রিজের পাশাপাশি মার্সেল ব্র্যান্ডের ফ্রিজের বিক্রিও বেড়েছে। রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকার মার্সেল শো রুমের কর্ণধার শাহেদ হক বললেন, ‘ঈদকে ঘিরে মার্সেলের ফ্রিজ বিক্রি দ্বিগুন বেড়েছে। অন্যদিকে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় মার্সেল পণ্য কিনে ক্রেতারা এলইডি টেলিভিশনসহ বিভিন্ন পণ্য উপহার পাচ্ছেন। এছাড়া প্রতিদিন নতুন গাড়ি জিতে নেওয়ারও সুযোগ রয়েছে।’

আলাপ হলো রোয়াজারহাট শাহ আমানত ইলেক্ট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুমে ফ্রিজ কিনতে আসা পারুয়া ইউনিয়নের গৃহিণী মনোয়ারা বেগমের সাথে। তিনি বলেন, ‘বাসায় আগে থেকেই ওয়ালটনের একটি নরমাল ফ্রিজ আছে। তবে এবার কোরবানি উপলক্ষ্যে ওয়ালটনের আরও একটি ডিপ ফ্রিজ কিনতে এসেছি। ফ্রিজের ক্ষেত্রে ওয়ালটনের কোন তুলনা নেই।’

তিনি বলেন, ‘ওয়ালটন আমাদের দেশীয় ব্র্যান্ড। এর পণ্য ব্যবহার করে আগে থেকেই আমরা সন্তুষ্ট। তাই অন্যকোন ব্র্যান্ডের কথা চিন্তা না করেই ওয়ালটনের উপর আস্থা রাখছি।’

ঘাটচেক এলাকা থেকে রোয়াজার হাটে ফ্রিজ কিনতে আসা ক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘কষ্টের টাকায় বাড়ির জন্য প্রথম একটা ফ্রিজ কিনতে এলাম। আমার বিশ্বাসের জায়গা ওয়ালটন। দেশীয় এই ব্র্যান্ডটি দামেও সাশ্রয়ী। আমি ওয়ালটন ফ্রিজ নিয়েই বাড়ি ফিরবো।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা, লিচুবাগান, মরিয়ম নগর, রাউজানের পাহাড়তলী, নোয়াপাড়া, ফটিকছড়ি, নাজিরহাট, বিবিরহাট, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, দোহাজারী, সাতকানিয়া, সীতাকুন্ড, মিরসরাইসহ বিভিন্ন উপজেলার গ্রামীন হাটবাজারগুলোতে খবর নিয়ে জানা গেছে গ্রামীন জনপদে কোরবানি উপলক্ষ্যে ওয়ালটন ফ্রিজের ব্যাপক চাহিদা রয়েছে। বিক্রিও হচ্ছে দেদারছে। গ্রামীণ সড়কগুলোতে প্রতিদিন পথ চলতে চলতে ওয়ালটনের ফ্রিজবাহী ভ্যানগাড়ি গ্রাম অভিমুখে চলতে দেখা যাচ্ছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ আগস্ট ২০১৮/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়