ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেমিফাইনালে ফেদেরার-জকোভিচ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেমিফাইনালে ফেদেরার-জকোভিচ

রজার ফেদেরার

ক্রীড়া ডেস্ক : এক দিনে দুই ম্যাচ জিতে সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা রজার ফেদেরার।

সাতবারের চ্যাম্পিয়ন সুইস তারকা শুক্রবার দিন শুরু করেছিলেন তৃতীয় রাউন্ডে লিও মায়েরের বিপক্ষে ৬-১, ৭-৬ (৮-৬) গেমের জয় দিয়ে। এরপর কোয়ার্টার ফাইনালে স্বদেশী স্তান ভাভরিঙ্কাকে হারান ৬-৭ (২-৭), ৭-৬ (৮-৬), ৬-২ গেমে।

ভাভরিঙ্কার সঙ্গে ২৬ বারের দেখায় এটা ফেদেরারের ২৩তম জয়।

৩৭ বছর বয়সি ফেদেরার সেমিফাইনালে বেলজিয়ামের ডেভিড গফিনের মুখোমুখি হবেন। যিনি আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রকে হারিয়ে শেষ চারে উঠেছেন।

এক দিনে দুই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছেন সাবেক নম্বর ওয়ান তারকা নোভাক জকোভিচও।

সার্বিয়ান তারকা তৃতীয় রাউন্ডে গ্রিগর দিমিত্রভকে হারানোর পর শেষ আটে কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে জিতেছেন ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে।

সিনসিনাটি ওপেনে পাঁচবারের চ্যাম্পিয়ন জকোভিচ শেষ চারে ক্রোয়েশিয়ার মারিন চিলিচের বিপক্ষে লড়বেন। চিলিচ স্পেনের পাবলো ক্যারেনো বুস্তাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। শেষ চারে তার প্রতিপক্ষ আরনা সাবালেনকা।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়