ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আ.লীগ আন্দোলন দানা বাঁধতে দেবে না’

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আ.লীগ আন্দোলন দানা বাঁধতে দেবে না’

নিজস্ব প্রতিবেদক, রংপুর : আওয়ামী লীগ কোনো আন্দোলনকে দানা বাঁধতে দেবে না দাবি করে করে প্রাক্তন রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ছাত্র আন্দোলনে গ্রেপ্তারকৃতদের আমি মুক্তি চেয়েছিলাম। এখনো দেয়নি। এখনো শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সরকারের ইচ্ছা কী জানি না। তবে আমার মনে হয় সরকার কোনো আন্দোলনকে দানা বেঁধে উঠতে দেবে না। আন্দোলন দানা বাঁধার সেই দিন আর নেই। সরকারের ইচ্ছা-ই শেষ কথা।’

শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বিএনপির অবস্থা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশে শক্তিশালী প্লাটফর্ম ছিল তিনটি। আওয়ামী লীগ, জাতীয় পার্র্টি ও বিএনপি। কিন্তু বিএনপির অবস্থা এখন খুব ভালো নেই। সেহেতু এখন দুটি প্লাটফর্ম আছে। একটি হলো আওয়ামী লীগ। দ্বিতীয়টা হলো জাতীয় পার্টি। বিএনপির ছিন্নভিন্ন অবস্থা। তারা নির্বাচনে আসবে কি না, সেটা বলতে পারব না। তারা আসতে পারে, নাও আসতে পারে। তবে আমরা নির্বাচন করব। যদি বিএনপি আসে আমরা জোটবদ্ধভাবে করব। আর বিএনপি না এলে ৩০০ আসনে নির্বাচন করব।’

এরশাদ বলেন, ‘বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে শুধু পীরগঞ্জ ছেড়ে দিয়েছিলাম। এবারও আশা করি এই ২১টি আসনে আমরা জয়ী হবো। এ ব্যাপারে অন্যরা কে কী আশা করলো, কে কী দাবি করলো, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা রংপুরের সবকটি আসন এবার চাই। নির্বাচন ছাড়াই তারা (আওয়ামী লীগ) সবকটি আসন দখল করে নিয়েছিল। কিন্তু এবার নির্বাচন হবে। রংপুরের মানুষ আমাদের ভোট দিবে। এটা নিশ্চিত।’

এরশাদ বলেন, ‘রংপুর-৩ আসনে আমি নির্বাচনী প্রচারণা শুরু করলাম। এই আসন থেকে আমি বরাবরই নির্বাচিত হয়ে এসেছি। এবারও আমি এই আসন থেকে নির্বাচন করব। আমি যেন মরার সময় গর্ব করে বলতে পারি, রংপুরের মানুষ আমাকে ভোট দিয়েছে। তাদের ভালোবাসা নিয়ে আমি কবরে যেতে চাই।’

প্রাক্তন এই রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা সবাই জানো আমি কোরবানির ঈদ এখানে করি। এবার আর একটা নতুন এডিশন। সেটা হলো আজ থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু হলো। রংপুর থেকে। আমার জন্মভূমি থেকে। ছোট ভাই, মহাসচিব, বাবলু, খালেদ সবাইকে নিয়ে এসেছি নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য। আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলো।’

পরে এরশাদ রংপুরের কুকরুল উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, দর্শনা বাছিরন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, সদ্যপুষ্করণী ইউনিয়নের মজিদা খাতুর ডিগ্রি কলেজ, মমিনপুর উচ্চ বিদ্যালয়, চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর ডিগ্রি কলেজ, হরিদেবপুর ইউনিয়নের হরিদেবপুর উচ্চ বিদ্যালয়, খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থ্যদের মাঝে মেজবান অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে পাঁচ দিনের সফরে এরশাদ হেলিকপ্টারযোগে রংপুর স্টেডিয়ামে নামেন। সেখান থেকে সার্কিট হাউজে যান। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি ঈদুল আজহার নামাজ আদায় শেষে ঈদের দ্বিতীয় দিন ঢাকা ফিরবেন।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, ভাইস চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহাসচিব এ বি এম রুহুম আমীন হওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, মেজর (অব) খালেদ আখতার, রংপুর মহানগর সেক্রেটারি এস এম ইয়াসির, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুন্সী আব্দুল বারী, জেলা যুব সংহতির সেক্রেটারি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজ সভাপতি ইয়াসির আরাফাত, সেক্রেটারি আমিনুল ইসলাম ছোট প্রমুখ।




রাইজিংবিডি/রংপুর/১৮ আগস্ট ২০১৮/নজরুল মৃধা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়