ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পান্তকে নিয়ে ব্যাটিংয়ে ভারত

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পান্তকে নিয়ে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে তৃতীয় টেস্ট ড্র করতেই হবে ভারতকে। প্রথম দুই টেস্ট বেশ বাজেভাবে হেরেছে সফরকারীরা। তৃতীয় ম্যাচে জয় পেলে ইংল্যান্ড সিরিজ জিতবে। আর সিরিজ বাঁচাতে শেষ তিন ম্যাচে ভালো খেলতেই হবে টিম ইন্ডিয়াকে।

নটিংহ্যামে আজ তৃতীয় টেস্ট শুরু হয়েছে। টস হেরে ব্যাটিং করছে বিরাট কোহলির দল।  ভারত দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন লোকেশ রাহুল ও জসপ্রিত বুমরাহ। এছাড়া অভিষেক হয়েছে রিশভ পান্তের। দল থেকে বাদ পড়েছেন মুরালি বিজয়, দিনেশ কার্তিক ও কুলদীপ যাদব।

ভারতের ২৯১তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো পান্তের। দিনেশ কার্তিকের টানা ব্যর্থতায় তাকে সুযোগ করে দিয়েছেন কোহলি। ব্যাট হাতে এরই মধ্যে বিভিন্ন টুর্নামেন্টে দ্যুতি ছড়িয়েছেন পান্ত। এবার সাদা পোশাকে নিজেকে রাঙানোর অপেক্ষায় উইকেট রক্ষক ব্যাটসম্যান। কোহলির হাত থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন এ তরুণ খেলোয়াড়।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিনা উইকেট হারিয়ে ৫ ওভারে ভারতের রান ১২ । ওপেনিংয়ে ব্যাটিংয়ে লোকেশ রাহুল ও শেখর ধাওয়ান।

প্রসঙ্গত, প্রথম টেস্টে ৩১ রান এবং দ্বিতীয় টেস্ট এক ইনিংস ও ১৫৯ রানে হেরেছে ভারত।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়