ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন জনসন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন জনসন

ক্রীড়া ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন।

২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি। এরপর বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে যাচ্ছিলেন। আইপিএলের সর্বশেষ মৌসুমেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এ বাঁহাতি পেসার। ‘পার্থ নাউ ’এর এক কলামে সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সি এ গতি তারকা।

ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে জনসন জানান, ‘এবার শেষ। আমি আমার শেষ বলটা করে ফেলেছি। শেষ উইকেটটিও নিয়ে নিয়েছি। আজ আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলো খেলার ইচ্ছে ছিল। কিন্তু শরীর আমাকে সহায়তা করছে না।’

গত আইপিএল মৌসুম থেকেই পিঠের সমস্যায় ভুগছেন জনসন। কলকাতা এ পেসারকে ২ কোটি রুপিতে কিনলেও মাঠের পারফরম্যান্সে নিজেকে সেভাবে জানান দিতে পারেননি জনসন। ছয় ম্যাচে ২১৬ রান খরচায় তিনি নিতে পেরেছিলেন মাত্র ২টি উইকেট। তবে আইপিএলের তুলনায় সবশেষ বিগ ব্যাশ টুর্নামেন্ট দারুণ খেলেছেন জনসন। ২২.৭৫ ইকোনমিতে ১৯ ম্যাচে ২০টি উইকেট পেয়েছিল দানবীয় এ পেসার।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়