ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লা লিগায় আজ রোনালদো ছাড়া রিয়ালের শুরু

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লা লিগায় আজ রোনালদো ছাড়া রিয়ালের শুরু

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ২০১৮-১৯ মৌসুমের পর্দা উঠেছে দুদিন আগেই। বার্সেলোনার মতো বড় দলও মাঠে নেমেছে ইতোমধ্যেই ।

তবে লিগে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বার্সেলানার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ।ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ায় তাকে বাদেই এবার লিগে নতুন মিশন শুরু করতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে আজ গেটাফেকে স্বাগত জানাবে রিয়াল। বাংলাদেশ সময় রাত সোয়া দুইটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি উপভোগ করতে হলে রিয়াল ভক্তদের চোখ রাখতে হবে ফেসবুক লাইভে।

গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন দলটির সেরা তারকা রোনালদো। এছাড়া হোয়াইটসদের টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর কোচের দায়িত্ব ছাড়েন জিনেদিন জিদান। তাদের ছাড়া মৌসুমের শুরুতে উয়েফা ইউরোপিয়ান কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে হোঁচট খায় রিয়াল। তাই নতুন কোচ হুলেন লোপেতেগুইয়ের অধীনে রোনালদো ছাড়া রিয়ালকে এবার বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন অনেকেই।

লা লিগায় ট্রান্সফার উইন্ডো খোলা থাকলেও রোনালদোর বিকল্প হিসেবে এখনো কাউকে দলে ভেড়াতে পারেনি রিয়াল। পিএসজি তারকা নেইমারকে দলে পেতে ৩০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তত মাদ্রিদের ক্লাবটি।

রিয়াল শিবিরে রোনালদো না থাকলেও শুরু থেকেই দলকে দারুণ কিছু দেওয়ার অপেক্ষায় রয়েছেন গ্যারেথ বেল ও করিম বেনজেমারা। ২০১৫-১৬ মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল বেতিসকে ৫-০ গোলে হারিয়েছিল রিয়াল। ওই ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন ওয়েলস তারকা। তাই গেটাফের বিপক্ষে আজকের ম্যাচে তার ওপর নজর থাকবে রিয়াল ভক্তদের।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়