ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গণদাবি উপেক্ষা করলে আন্দোলন : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণদাবি উপেক্ষা করলে আন্দোলন : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনের আগে সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণদাবি উপেক্ষা করলে আন্দোলন হবে।’

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকার পতনের মহালগ্ন উপস্থিত হয়েছে। আর কোনো উপায় নেই। সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। গত পরশু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যে দাপট থাকলেও চেহারায় ছিল অন্যমনস্কতা ও দুঃশ্চিন্তার ছাপ।’

‘তবে আমরা সুস্পষ্টভাবে আবার জানিয়ে রাখি, গণদাবি উপক্ষো করলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।’

রিজভী অভিযোগ করেন, দেশব্যাপী আবারও নতুন করে বিশেষ ক্ষমতা আইনে অথবা নিজেরাই নাশকতার মতো ঘটনা ঘটিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে নির্বাচারে গ্রেপ্তার করা হচ্ছে। গত কয়েক দিনে প্রায় ৪ শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘সরকার আতঙ্কে ভুগছে। গুম, খুন, বিচারবর্হিভূত হত্যা, দুর্নীতি দুঃশাসনের কাদায় আটকে পড়ে এখন বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে মরণ কামড় দিচ্ছে। পুরোনো মামলা চালু করা এবং নাশকতার অভিযোগ এনে দেশব্যাপী মামলা জড়ানো হয়েছে নেতা-কর্মীদের।’

ককটেল বা অন্যান্য বিস্ফোরক বস্তু দেখিয়ে ‘পরিকল্পিতভাবে মামলা’ দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

দেশের ভোটারদের ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিত্বে ভাগ করে ক্ষমতাসীনরা ফায়দা লুটার চক্রান্ত শুরু করেছে বলেও অভিযোগ করে রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আকস্মিকভাবে সাম্প্রদায়িক বিভাজনের আওয়ামী নেতার বক্তব্য অশুভ চক্রান্তের ইঙ্গিতবাহী। আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকরে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকার করতে নেমে পড়েছেন ওবায়দুল কাদের সাহেবরা।’

সরকার জনবিচ্ছিন্ন হয়ে চক্রান্তে ওপর নির্ভলশীল হয়ে পড়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন সরকার ধর্মীয় উস্কানি দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন। কাদের সাহেবকে পরিস্কার বলতে চাই-কোনো উস্কানি দিয়ে লাভ হবে না। এদেশের সকল ধর্মীয় সম্প্রদায় অটুট ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘুরা সবচেয়ে বেশী নির্যাতিত ও নিরাপত্তাহীন।’




রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়