ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২০২৮ ইউরোর আয়োজক হতে চায় স্পেন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০২৮ ইউরোর আয়োজক হতে চায় স্পেন

ক্রীড়া ডেস্ক : ১৯৮২ সালের পর বড় কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ হয়নি স্পেনের। তবে এবার ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা নিচ্ছে দেশটি। এর জন্য ইউরো ২০২৮ এর আয়োজক হতে লড়াইয়ে অংশ নেবে স্পেন।

মর্যাদার ইউরো টুর্নামেন্টের আয়োজক হতে ইতিমধ্যেই মাদ্রিদে এক আলোচনা সভা সম্পন্ন হয়েছ। সভায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও স্প্যানিশ ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস উপস্থিত ছিলেন। তবে ইউরো ২০২৮ টুর্নামেন্টে প্রতিবেশি পর্তুগালকেও সহ-আয়োজক হিসেবে রাখতে আগ্রহী স্পেন।

ইউরো ছাড়া বিশ্বকাপের মতো বড় আসরের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। ২০৩০ বিশ্বকাপ আয়োজক হতে চাইছে দেশটি। তবে এর জন্য প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো ত্রয়ী দলের সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে স্পেনকে।

২০২২ এ কাতারের পর ২০২৬ বিশ্বকাপের আয়োজক হবে যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। ইউরো ২০২৪ এর আয়োজক হবে জার্মানি কিংবা তুরস্ক। তাই বড় টুর্নামেন্টের আয়োজক হতে এর পরের সময়গুলোতে চোখ রাখতে হচ্ছে স্পেনকে।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়