ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রনি-নাজুমলের অভিষেক, ফিরলেন মুমিনুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রনি-নাজুমলের অভিষেক, ফিরলেন মুমিনুল

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনি। দুজনের অভিষেক হল এশিয়া কাপের মঞ্চে। সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মুমিনুল হক।

তামিম ইকবালের ইনজুরিতে কপাল খুলল নাজমুল হোসেন শান্তর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দ্যুতি ছড়ানো এ ক্রিকেটার অবশেষে সুযোগ পেলেন ওয়ানডে দলে। একাধিক সিরিজে দলের সঙ্গে ছিলেন শান্ত। অবশেষে আবু ধাবিতে আজ মিলল কাঙ্খিত সুযোগ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার মাথায় পরিয়ে দেন রঙিন ক্যাপ। এর আগে ২০১৭ সালে জানুয়ারিতে মুশফিকের ইনজুরিতে টেস্ট অভিষেক হয় তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে নাজমুলের পারফরম্যান্স ঈর্ষণীয়। ‍৭১ ম্যাচে ৩৮.৩৭ গড়ে ২২৬৪ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

 



জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলার পর আজ সুযোগ মিলল আবু হায়দার রনির। ২২ বছর বয়সি এ পেসার সুযোগ পেয়েছেন মুস্তাফিজের জায়গায়। মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ায় সুযোগ মিলেছে আবু হায়দারের। অধিনায়ক মাশরাফির হাত থেকে ওয়ানডে ক্যাপ বুঝে নেন এ পেসার। বোলিংয়ের শুরুটা খারাপ করেননি। বাংলাদেশের প্রথম দুই সাফল্য এসেছে তার বোলিংয়ে। লিস্ট এ ক্রিকেটে ৫৪ ম্যাচে ৯৫ উইকেট পেয়েছেন আবু হায়দার।

টেস্ট স্পেশালিস্ট খেতাব পাওয়া মুমিনুল অবশেষে ফিরলেন ওয়ানডে দলে। মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়ে তাকে দলে ঢুকিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ২০১৫ বিশ্বকাপে শেষ ওয়ানডে খেলেছেন মুমিনুল। এরপর চন্ডিকা হাথুরুসিংহে তাকে ওয়ানডে দল থেকে বাদ দেন। হাথরুসিংহে কোচের দায়িত্ব ছাড়ার পরপরই মুমিনুলের সুযোগ মিলল ওয়ানডে দলে। এশিয়া কাপের স্কোয়াডে দেওয়ার আগে ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফর করেছিলেন মুমিনুল। সেখানে ১৮৩ রানের ইনিংস উপহার দিয়ে সব আলো নিজের কাছে কেড়ে নেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে ২৬ ওয়ানডেতে ৫৪৩ রান করেছেন ২৬ বছর বয়সি এ ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়