ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফিফা র‍্যাঙ্কিংয়ে বিরল ঘটনা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিফা র‍্যাঙ্কিংয়ে বিরল ঘটনা

ক্রীড়া ডেস্ক : বিরল ঘটনার জন্ম দিয়েছে ফিফা র‍্যাঙ্কিং। র‍্যাঙ্কিংয়ের ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষে উঠেছে দুই দল। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করছে বেলজিয়াম।

বৃহস্পতিবার প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে দুই দলেরই পয়েন্ট সমান ১৭২৯। ১৯৯২ সালে র‍্যাঙ্কিং শুরুর পর এর আগে কখনো যৌথভাবে শীর্ষে ওঠেনি দুই দল।

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম এ মাসে প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ও নেশনস লিগে আইসল্যান্ডকে হারায়। এক ধাপ এগিয়ে ২০১৫ সালের পর প্রথমবার শীর্ষে উঠেছে তারা।

অন্যদিকে ফ্রান্স নেদারল্যান্ডসকে হারালেও জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করে।

সেরা দশে পরিবর্তন হয়েছে আর মাত্র একটিই। দশে নেমে গেছে ডেনমার্ক। তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছে জার্মানি।

বাংলাদেশ এক ধাপ এগিয়ে ১৯৩তম স্থানে আছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়