ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতকে ২৩৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতকে ২৩৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে আজ আবারো মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশি ভারত ও পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৩৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। আগে ব্যাট করাতে নামা পাকিস্তানের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি টপঅর্ডারের কেউ। এ সময় ইমাম-উল-হক ১০, ফখর জামান ৩১ ও বাবর আজম ৯ রান করে সাজঘরে ফেরেন। তবে তাদের ফেরার পর দলীয় অধিনায়ক সরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেনে শোয়েব মালিক।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ে অপরাজিত ৫১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছিলেন মালিক। আজ সরফরাজকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে দলকে ১০৭ রান এনে দিয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৮ রানের ইনিংসটি এসেছে অভিজ্ঞ এ তারকার কাছ থেকেই। ৯০ বলে ৪ চার  ২ ছক্কায় এ ইনিংসে খেলে দলের বিপর্যয় সামাল দেন তিনি।



মালিকের পর পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন সরফরাজ আহমেদ। এছাড়া ৩০ রান করেন আসিফ আলী। শেষ দিকে দলের হয়ে আর কেউ আক্রমণাত্মক কোনা ইনিংস খেলতে না পারায় নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে যুভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ ও কুলদ্বীপ যাদব দুটি করে উইকেট নেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়