ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগ

চট্টগ্রাম বিভাগের অনুশীলন শুরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম বিভাগের অনুশীলন শুরু

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগ ২০১৮-১৯ উপলক্ষ্যে বিভাগীয় ক্রিকেট দল গঠনকল্পে অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল।

বুধবার সকালে এম এ আজিজ ষ্টেডিয়ামে অনুশীলন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু। উপস্থিত ছিলেন দলের নির্বাচক নাফিস ইকবাল খান ও ইয়াসিন আরাফাত।

চট্টগ্রাম বিভাগীয় দলের সাথে প্রধান কোচ হিসেবে আছেন বিসিবি হাই পারফরম্যান্স কোচ নুরুল আবেদীন নোবেল, সহকারী কোচ সাবেক জাতীয় ক্রিকেটার আফতাব আহমেদ, ট্রেইনার সাবেক জাতীয় খেলোয়াড় আনোয়ার হোসেন মনির, ম্যানেজার মকসুদুল হাসান রাহাত।

আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটের মযার্দাপূর্ণ আসর ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ। গত আসরে দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্তরে উন্নীত হয় রাজশাহী বিভাগ। রাজশাহীর হয়ে প্রথম ম্যাচেই খেলবেন সাব্বির। তাকে ১৪ জনের দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়