ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিফার পুরস্কারে বার্সার চোখে মেসিই সেরা: ভালভার্দে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিফার পুরস্কারে বার্সার চোখে মেসিই সেরা: ভালভার্দে

ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহকে হারিয়ে এবার ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের পুরস্কার জিতেছেন লুকা মডরিচ। অথচ এই পুরস্কারের জন্য ফিফার সংক্ষিপ্ত তালিকাতেই ছিলেন না সময়ের সেরা অন্যতম ফুটবলার লিওনেল মেসি। পুরস্কারের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার পর বার্সেলোনার দৃষ্টিতেই মেসিকেই সেরা দাবি করেছেন দলটির কোচ আর্নেস্তো ভালভার্দে।

সোমবার লন্ডনে জাকজমক এক অনুষ্ঠানে ফিফার বেস্ট অ্যাওয়ার্ডের পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সময়ের অন্যতম সেরা মেসি। ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জয়ী মডরিচকে অভিনন্দন জানালেও নিজের মতামত জানাতে গিয়ে ভালভার্দে বলেন, ‘প্রত্যেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন এবং আমি নিজেও আলাদা নই। আমার নিজেরও ব্যক্তিগত একটি মত রয়েছে। আমি মনে করি না খেলোয়াড়দের তুলনা করার সময় এটা। কিন্তু আমাদের জন্য লিও সবচেয়ে সেরা। এই ব্যপারে আমার আর সত্যিই কিছু বলার নাই। মডরিচ অসাধারণ একজন খেলোয়াড় এবং সে অসাধারণ একটি বছর কাটিয়েছে।’

মেসির ফিফার অনুষ্ঠানে যোগ না দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে ভালভার্দে বলেন, ‘আপনার সামনে খেলার সময়সূচি থাকলে আপনি আমন্ত্রণ গ্রহন কিংবা বর্জন করতে পারেন। এমন প্রশ্ন আমাকে না করে খেলোয়াড়দের করাটাই মনে হয় বেশি যৌক্তিক হবে। এটা একটা খেলা এবং দিন দিন সবার জন্য একটা ব্যবসা হয়ে উঠছে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়