ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিগ কাপে ম্যানইউর নাটকীয় হার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিগ কাপে ম্যানইউর নাটকীয় হার

ক্রীড়া ডেস্ক : লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে গতকাল ওল্ড ট্রাফোর্ডে ডার্বি কাউন্টিকে আমন্ত্রণ জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতার পর শক্তিশালী ম্যানইউকে পেনাল্টি শুটআউটে ৮-৭ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে ডার্বি কাউন্টি। এর ফলে এই টুর্নামেন্টেরর তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়তে হলো রেড ডেভিলসদের।

চেনা মাঠে ম্যাচের ৩মিনিটেই লিড পেয়েছিল ম্যানইউ। এসময় স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাস উপহার দেন হুয়ান মাতা। কিন্তু ঘরের মাঠে শেষপর্যন্ত লিড ধরে রাখতে পারেনি ম্যানইউ। বিশ্রাম শেষে ম্যাচের ৫৯ মিনিটে এগিয়ে যায় ডার্বি কাউন্টি। এসময় অতিথিদের হয়ে সমতাসূচক গোল করেন উইলসন।

ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সার্জিও রোমেরুকে। ডি বক্সের বাইরে বল ধরায় হ্যান্ডবলের কারণে লাল কার্ড দেখেন তিনি। এবারের মৌসুমে ম্যানইউর হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেএমন বাজে অভিজ্ঞতার শিকার হলেন রোমেরু। তার লাল কার্ডের পর ম্যাচের ৮৫ মিনিটে ম্যারিয়টের গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে রেড ডেভিলসরা। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মারোউয়ানে ফেলাইনির হেডের সাফল্যে ২-২ গোল নির্ধারিত সময়ে খেলা শেষ হয়।



এরপর পেনাল্টি শুটআউটে ভাগ্য পক্ষে ছিল না ম্যানইউর। হোসে মরিনহো চেলসির কোচ থাকাকালীন তার অধীনে খেলেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এবার কোচ হিসেবে ডার্বি কাউন্টিকে নিয়ে খেলতে এসে প্রাক্তন কোচ মরিনহোর দলের বিপক্ষে জয় পেয়েছেন তিনি।

পেনাল্টি শুটআউট পর্বে দু’দল সমানে সমানে থাকলেও ম্যানইউর হয়ে অষ্টম পেনাল্টি শুট মিস করেন ফিল জোন্স। ম্যানইউ এ ডিফেন্ডারের শট ফিরিয়ে দেন ডার্বি কাউন্টির গোলরক্ষক স্কট কার্সন। এর মধ্য দিয়ে লিগ কাপের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়লো হোসে মরিনহোর দলটি।



রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়