ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ম্যানসিটির অনুশীলনে ফিরেছেন ডি ব্রুইন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানসিটির অনুশীলনে ফিরেছেন ডি ব্রুইন

ক্রীড়া ডেস্ক: হাঁটুর ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনকে তিন মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। তবে লিগামেন্টের ইনজুরির বিস্ময়কর উন্নতির ফলে সাত সপ্তাহ পরই ম্যানসিটির অনুশীলনে ফিরেছেন তিনি।

মৌসুমের শুরুতে আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর থেকেই ম্যানসিটির শিবিরের বাইরে রয়েছেন ডি ব্রুইন। তবে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারো ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে ফিরেছেন তিনি।

ডাক্তারের পরামর্শে আগামী নভেম্বরের আগে ডি ব্রুইনক দলে প্রত্যাশা করেনি ম্যানসিটি। কিন্তু ইনজুরি থেকে দ্রুত সেরে উঠায় তাকে খুব দ্রুতই সিটিজেনদের জার্সিতে খেলতে দেখা যাবে।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব হফেনহেইমের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে ওই ম্যাচেই মাঠে নামার প্রত্যাশায় রয়েছেন ২৭ বছর বয়সি বেলজিয়ান তারকা ডি ব্রুইন।

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নস ম্যানসেচস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের শুরুর ম্যাচেই লিয়নের বিপক্ষে হেরে বসেছে পেপ গার্দিওলার দলটি। এবার হফেনহেইমের বিপক্ষ জিতে ঘুরে দাঁড়ানের লক্ষ্য থাকবে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটির।

চ্যাম্পিয়নস লিগে মৌসুমের শুরুতে হোঁচট খেলেও ইংলিশ লিগে দারুণ ছন্দে রয়েছে ম্যানসিটি। মৌসুমের শুরু থেকেই দারুণ খেলতে থাকা লিভারপুলকে হাটিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে গার্দিওলার প্রশিক্ষিত দলটি।




রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়