ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবার তুষারের জোড়া সেঞ্চুরি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবার তুষারের জোড়া সেঞ্চুরি

তুষার ইমরানের আরেক কীর্তি। ছবি: কবির তুহিন

ক্রীড়া প্রতিবেদক : প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড অনেক দিন থেকেই তার। তুষার ইমরান এবার গড়লেন আরো এক কীর্তি। প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন দুটি জোড়া সেঞ্চুরি।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খুলনা বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছেন তুষার। ৩৪ বছর বয়সি ব্যাটসম্যান প্রথম ইনিংসে ১০৪ রানের পর বুধবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত আছেন ঠিক ১০০ রানে।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের এক ম্যাচে দুই সেঞ্চুরির এটি ১৩তম ঘটনা। তুষার প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন দুটি। বাকি ১১ জন একটি করে। এ ছাড়া টেস্টে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি আছে মুমিনুল হকের।

তুষার প্রথমবার জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন গত এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে। সিলেটে সাউথ জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ১৩০ ও অপরাজিত ১০৩।



ওই জোড়া সেঞ্চুরির পর তুষার আবার তিন অঙ্ক ছুঁলেন জাতীয় লিগে এসে। এবারও সেঞ্চুরি করলেন দুই ইনিংসেই! তার সেঞ্চুরিসংখ্যাও পৌঁছে গেল ৩০-এর ঘরে, ঠিক ৩০টি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ সেঞ্চুরি নাঈম ইসলামের।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরি

খেলোয়াড়

রান (প্রথম ইনিংস)

রান (দ্বিতীয় ইনিংস)

দল

প্রতিপক্ষ

মাঠ

মৌসুম

তামিম ইকবাল

১৯২

১১৩*

চট্টগ্রাম

ঢাকা মেট্রো

বগুড়া

২০১২-১৩

ইমরুল কায়েস

১৬৬

১২৭*

খুলনা

বরিশাল

বিকেএসপি

২০১৪-১৫

জাভেদ ওমর

১০৬

১৫১

ঢাকা

বরিশাল

ধানমন্ডি

২০০৫-০৬

জুনায়েদ সিদ্দীকি

১৩৭

১৫০

নর্থ জোন

সাউথ জোন

রাজশাহী

২০১৭-১৮

মার্শাল আইয়ুব

১০৭

১১৫*

ঢাকা মেট্রো

খুলনা

মিরপুর

২০১৫-১৬

মেহরাব হোসেন

১২০

১০০*

বাংলাদেশ ‘এ’

জিম্বাবুয়ে

মাতুরে

২০০৬

মিনহাজুল আবেদিন

২১০

১১০

চট্টগ্রাম

ঢাকা

ময়মনসিংহ

২০০১-০২

মোহাম্মম মিথুন

১০৯

১০০

খুলনা

সিলেট

চট্টগ্রাম

২০১১-১২

তাসামুল হক

১০৪

১০০*

চট্টগ্রাম

রাজশাহী

চট্টগ্রাম

২০১৬-১৭

শাহিন হোসেন

১১৯*

১১০*

বরিশাল

চট্টগ্রাম

চট্টগ্রাম

২০০৪-০৫

শাহরিয়ার হোসেন

১৩৩

১২১*

বাংলাদেশ

মেরিলবোন ক্রিকেট ক্লাব

ঢাকা

১৯৯৯-০০

শাহরিয়ার নাফিস

১৬৮

১৭৪*

বরিশাল

চট্টগ্রাম

বগুড়া

২০১৫-১৬

মুমিনুল হক

১৭৬

১০৫

বাংলাদেশ

শ্রীলঙ্কা

চট্টগ্রাম

২০১৭-১৮

তুষার ইমরান

১৩০

১০৩

সাউথ জোন

ইস্ট জোন

সিলেট

২০১৭-১৮

তুষার ইমরান

১০৪

১০০*

খুলনা

রাজশাহী

রাজশাহী

২০১৮-১৯

 



রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়