ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আমি সবচেয়ে বেশি উত্যক্তের শিকার : মেলানিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমি সবচেয়ে বেশি উত্যক্তের শিকার : মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বিশ্বে আমি সবচেয়ে বেশি উত্যক্তের শিকার।’ এবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। বৃহস্পতিবার সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশ করেছে এবিসি চ্যানেল।

মার্কিন ফার্স্ট লেডি হিসেবে গত সপ্তাহে প্রথমবারের মতো একক সফরে আফ্রিকার কয়েকটি দেশে গিয়েছিলেন মেলানিয়া।  তার নিজের ‘বি বেস্ট’ ক্যাম্পেইন এবং নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করতেই এ সফর বলে জানিয়েছিলেন তিনি। এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘বি বেস্টের’ প্রসঙ্গওটি উঠে আসে। এসময় মেলানিয়া বলেন, ‘আমি বলতে পারি, বিশ্বে আমি সবচেয়ে বেশি উত্যাক্তের শিকার।’

উপস্থাপক টম এললামাস এ সময় মেলানিয়ার কাছে জানতে চান, ‘সত্যি আপনি পৃথিবীর সবচেয়ে বেশি উত্যক্তের শিকার?’

জবাবে মেলানিয়া বলেন, ‘অ্যনতম, যদি আপনি সত্যিকারার্থে দেখেন লোকজন আমার সম্পর্কে তাহলেই বুঝতে পারবেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প তার পরামর্শ নেন কিনা জানতে চাইলে মেলানিয়া বলেন, ‘আহ!এমনটা যদি হতো। তিনি আমার কথা শোনেন। তারপর নিজের যেভাবে ভালো লাগে সেই অনুযায়ী কাজটা করেন।’

হোয়াইট হাউজের কিছু লোককে তিনি বিশ্বাস করেন না বলেও জানান মেলানিয়া। এ ব্যাপারে তিনি ট্রাম্পকে ‘সৎ পরামর্শও’ দিয়েছিলেন বলে জানান ফার্স্টলেডি। এই পরামর্শের পর ট্রাম্প কি করেছিলেন জানতে চাইলে মেলানিয়া বলেন, ‘কিছু লোক আর সেখানে কাজ করছে না।’



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়