ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দূর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দূর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি দাবি

নিজস্ব প্রতিবেদক : দূর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের আহবায়ক প্রশান্ত হালদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন , নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহসভাপতি ড. সোনালী দাস, ডা. এম কে রায়, সাধারণ সম্পাদক মিল্টন বসু, আন্তর্জাতিক সম্পাদক রিপন দে, ছাত্র সম্পাদক প্রভাষক সুমন সরকার, হিন্দু যুব মহাজোটের সভাপতি কিশোর বর্মন প্রমূখ।

বক্তারা বলেন, এই কয়েকদিনের মধ্যে পিরোজপুর, গাজীপুর, দিনাজপুর, নীলফামারি, শরীয়তপুর, কুড়িগ্রাম, কারমাইকেল কলেজসহ দেশের বিভিন্ন স্থানে প্রতীমা ও বিগ্রহ ভাংচুর, লুঠতরাজ, ভক্তদের কুপিয়ে হত্যা প্রচেষ্টা, হিন্দু জনসাধারণের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

তারা দাবি করেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে, নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে। দেশের কোথাও শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ নেই।

বক্তারা দূর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, জাতীয় সংসদে ৫০ টি আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুন:প্রতিষ্ঠা ও  হিন্দু নির্যাতকদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। অন্যথায় আগামী সংসদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিবেন বলে হুঁশিয়ারি দেন তারা।




রাইজিংবিডি/ঢাকা/১২অক্টোবর ২০১৮/মামুন খান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়