ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আহমদ শফীর সমালোচনাকারীরা দেশের শত্রু : মাওলানা মাসঊদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আহমদ শফীর সমালোচনাকারীরা দেশের শত্রু : মাওলানা মাসঊদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা আহমদ শফীর সমালোচনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফী আমাদের মাথার তাজ। তাকে সমালোচনার পাত্র বানানো একটি বড় ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তার সমালোচনাকারীরা বাংলাদেশের শত্রু।’

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আহমদ শফীকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের ভিন্ন কোনো মতলব আছে। যখনই আল্লামা শফী স্বাধীনতার সপক্ষ শক্তির সঙ্গে বসছেন, কওমি মাদরাসার শিক্ষাসনদসহ বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সংগ্রাম করছেন, তখনই স্বাধীনতাবিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে।

আল্লামা শফীর সমালোচনাকারীরা সুন্দর বাংলাদেশ চায় না, এ অভিযোগ করে মাওলানা মাসঊদ বলেন, আমরা কওমি মাদরাসার স্বার্থ রক্ষার লক্ষ্যে কাজ করছি। কিছু কিছু দুষ্টুচক্র সব সময় ইসলাম, কওমি মাদরাসা আর গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেয়। এরা আসলে উন্নত একটি বাংলাদেশ চায় না। এরা একাত্তরেও বাংলাদেশের গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।




রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়