ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্ত্রোপচার ছাড়াই খেলার আশা সাকিবের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্রোপচার ছাড়াই খেলার আশা সাকিবের

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় চোটগ্রস্ত আঙুলের পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ দেশে ফিরে । জানিয়েছেন, আঙুলের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আশা করছেন, অস্ত্রোপচার ছাড়াই আবার মাঠে ফিরতে পারবেন।

অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে আঙুল দেখিয়ে একটি বিষয় নিশ্চিত হয়েছেন সাকিব। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে আঙুলে অস্ত্রোপচার করানো যাবে না। তবে আশার কথা হচ্ছে অস্ত্রোপচার না করিয়েও খেলা সম্ভব হতে পারে।

‘অস্ত্রোপচার ৬ থেকে ১২ মাসের মধ্যে করা যাবে না। কারণ, ইনফেকশনটা (সংক্রমণ) যদি হাড়ের ভেতরে থাকে, সেটা আসলে সেরে ওঠার সম্ভাবনা নেই। কারণ ওখানে রক্ত যায় না। যেহেতু অ্যান্টিবায়োটিক রক্তের মাধ্যমে ছড়ায়..যেখানে রক্ত যায় না, সেখানে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করবে। সুতরাং এটা নিশ্চিত হওয়ার জন্য ৬ থেকে ১২ মাসের মধ্যে কোনো অস্ত্রোপচার করা যাবে না। তবে ভালো দিক হচ্ছে অস্ত্রোপচার না করেও হয়ত খেলা সম্ভব হতে পারে। এখন যেহেতু অস্ত্রোপচার করার সুযোগ নেই, আমি বলেন আর ফিজিওর পরামর্শে বলেন ওই দিকটা চিন্তা করা হচ্ছে যে অস্ত্রোপচার ছাড়া কীভাবে খেলা যায়’- বলেছেন সাকিব।

অস্ত্রোপচার ছাড়াই খেলতে পারলে ভালো হবে বলে মনে করেন সাকিব। হাতে শক্তি ফিরে পেলে এক মাস পরই মাঠে নামার আশা তার, ‘একটা জিনিস ভালো যে ইনফেকশন হবার পর এখন সেটা কমে গেছে। এখন অস্ত্রোপচার ছাড়াও খেলা যেতে পারে। যদি সেটা হয়, তাহলে সেটা হবে সবচেয়ে সেরা অপশন। তবে এটা আসলে নিশ্চিত করে বলাটা মুশকিল। হতে পারে একমাস পরেও খেলতে পারি, আবার ছয় মাসও লাগতে পারে। আশা করি এক মাস পরই খেলতে পারব। তারপরও যেহেতু শক্তি ফিরে পাওয়ার ব্যাপার আছে। এক মাসে হয়ত হবে না। একটু বেশিই সময় লাগবে।’

অস্ট্রেলিয়ায় থাকতেই সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যতটা সম্ভব হাতে শক্তিটা ফিরে পাওয়াই এখন তার মূল লক্ষ্য, ‘আমি ইতিমধ্যেই পুনর্বাসন শুরু করে দিয়েছি। ওখানে থাকতেই শুরু করেছি। ওখানে হাতের থেরাপিস্টকে দেখানো হয়েছে। উনি যেভাবে বলেছে, সেভাবে কাজ করতে হবে। যত বেশি করা যাবে তত আমার জন্য ভালো। যত বেশি করে করে শক্তিটা আবার আনা সম্ভব, সেটাই এখন মূল উদ্দেশ্য।’

সেটা আগেই জানিয়েছিলেন সাকিব। তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘শতভাগ আর ঠিক হবে না সেটা তো সত্যি কথা। যেটাই করুক এটা শতভাগ ঠিক হবে না। এরকম অনেকেরই আছে। আর ঠিক না হলে যে খেলতে পারব না, এমনটাও নয়।’

‘এখন খুবই ভালো। কোনো সমস্যা অনুভব করছি না। শুধু সময়ের ব্যাপার কতদিনে আমার শক্তি ফিরে আসে। নিশ্চিত হতে হবে যে আঙুলে আর কোনো ইনফেকশন আছে কি না। সেটার জন্য অপেক্ষা করতে হবে’- যোগ করেন সাকিব।



রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়