ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ, উমেশের ১০ উইকেট

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ, উমেশের ১০ উইকেট

ক্রীড়া ডেস্ক : ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের আরো একটি টেস্ট, আবারো তিন দিনেই শেষ। রাজকোটে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও বড় হার সঙ্গী করেছে ক্যারিবীয়রা। হায়দরাবাদ টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত।

দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল বিরাট কোহলির দল। এই নিয়ে দেশের মাটিতে টানা ১০টি টেস্ট সিরিজ জিতল ভারতীয়রা।

টেস্টের প্রথম দুই দিনে পতন হয়েছিল ১৪ উইকেট। আজ তৃতীয় দিনেই পড়েছে ১৬ উইকেট! প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নিয়েছেন উমেশ যাদব। কপিল দেব (দুবার) ও জাভাগাল শ্রীনাথের পর তৃতীয় ভারতীয় পেসার হিসেবে দেশের মাটিতে টেস্টে ১০ উইকেট পেলেন উমেশ। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

দিনের শুরুতে ম্যাচটা যতটা জমে উঠেছিল, শেষটা হয়েছে ততটাই একপেশে। আগের দিন ১৬২ রানে ৪ উইকেট হারানোর পর ঋষভ পন্ত ও অজিঙ্কা রাহানের জুটিটা যেভাবে জমে গিয়েছিল, তাতে প্রথম ইনিংসে ভারতের দেড়শ-দুইশ রানের লিড অসম্ভব মনে হচ্ছিল না। ভারত তৃতীয় দিন শুরু করেছিল প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ থেকে ৩ রান পিছিয়ে, ৪ উইকেটে ৩০৮ রানে।

সকালে ভারতের মিডল ও লোয়ার অর্ডার গুঁড়িয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দারুণভাবে ম্যাচে ফেরান অধিনায়ক জেসন হোল্ডার। ৫৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে প্রথম সেশনে ৩৬৭ রানে অলআউট হয়ে যায় ভারত। এর মধ্যে ২৮ রান এসেছে আবার রবিচন্দন অশ্বিন ও কুঁচকির চোট নিয়ে ব্যাটিংয়ে নামা শার্দুল ঠাকুরের শেষ উইকেট জুটিতে।

পন্ত আরো একবার ফিরেছেন সেঞ্চুরির কাছে গিয়ে (৯২)। রাহান করেন ৮০ রান। রাহানেকে ফিরিয়ে ১৫২ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙার পর আরো দুই উইকেট নেন হোল্ডার।  ইনিংসে ২৩ ওভারে ৫৬ রানে নেন ৫ উইকেট। ১৯৯৪ সালে কেনি বেঞ্জামিনের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের কোনো পেসার ভারতের মাটিতে টেস্ট ইনিংসে পাঁচ উইকেট পেলেন। 

৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারো উমেশের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের শেষ দুই বলে উমেশ নিয়েছিলেন দুই উইকেট। আজ হ্যাটট্রিকটা অবশ্য হয়নি। তবে হ্যাটট্রিক বলের পরের বলেই ফিরিয়েছেন ক্রেইগ ব্রাফেটকে। চতুর্থ ওভারে অশ্বিনের শিকার আরেক ওপেনার কাইরন পাওয়েল। দুজনই ডাক মেরেছেন।

তৃতীয় উইকেটে ৩৯ রানের একটা জুটি গড়েছিলেন শাই হোপ ও শিমরন হেটমায়ার। তবে এ জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১২৭ রানেই। সর্বোচ্চ ৩৮ রান আসে সুনীল অ্যামব্রিসের ব্যাট থেকে। হোপ ২৮, হেটমায়ার করেন ১৭ রান।

প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট, ম্যাচে ১৩৩ রানে ১০ উইকেট নিয়েছেন উমেশ। দ্বিতীয় ইনিংসে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ৩টি ও অশ্বিন নিয়েছেন ২টি উইকেট। একটি উইকেট চায়নাম্যান কুলদীপ যাদবের।

ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ৭২ রানের। দুই ওপেনার লোকেশ রাহুল ও পৃথ্বী শর ব্যাটে ভারত সেটি পেরিয়ে গেছে অনায়াসেই। মজার বিষয়, দুই ওপেনারই অপরাজিত ছিলেন ৩৩ রানে!

উমেশ ম্যাচসেরা হলেও পৃথ্বী শর হাতে উঠেছে সিরিজসেরা পুরস্কার, অভিষেক সিরিজেই সেরার পুরস্কার।  উৎসবের আগে সিরিজ জয়ের ট্রফিটাও কোহলি তুলে দেন শর হাতেই।      




রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়