ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছেন মাসাকাদজা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছেন মাসাকাদজা

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল এখন বাংলাদেশে। এক সময় এই দুটি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও সময়ের পরিক্রমায় বাংলাদেশের সঙ্গে শেভরনদের পার্থক্য স্পষ্ট। তারপরও জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা মনে করছেন বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। আর এই সিরিজটি তাদের জন্য খুবই ‍গুরুত্বপূর্ণ।

মাসাকাদজা বলেন, ‘আমি এই সিরিজটিকে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ বলব। দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। দুই দলই একে অপরের সাথে অনেক ক্রিকেট খেলেছে। আমরা আশা করছি একটা প্রতিযোগিতাপূর্ণ সিরিজ হবে, প্রতিবার যেমন হয়ে থাকে। তবে বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভাল দল। তারা গত কয়েক বছরে সেটার প্রমাণ রেখে আসছে। এখানে এসে খেলা সবসময়ই কঠিন। আমরা বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি, বাকি দেশগুলোর তুলনায়। সেই দিক থেকে আমরা মানসিকভাবে ভাল অবস্থানে আছি। এই জন্যই আমি বিশ্বাস করি, এই সিরিজটি খুবই প্রতিযোগিতা পূর্ণ হবে।’

জিম্বাবুয়ের দলের অন্যতম সেরা ক্রিকেটার সিকান্দার রাজা ইনজুরি থেকে ফিরেছেন। তিনি পুরোপুরি ফিট। বিষয়টিকে বড় করে দেখছেন তিনি, ‘সবাইকে ফিট হিসেবে দলে পাওয়া ভাল দিক। সবাই মুখিয়ে আছে খেলার জন্য। রাজা দলে যোগ দেয়া অবশ্যই বড় ব্যাপার। সে অনেক দিক থেকে দলে অবদান রাখে। ব্যাটে বলে ও ফিল্ডিংয়ে সে খুবই ভাল। তাকে জিম্বাবুয়ে সেট আপে পাওয়া ভাল খবর’

বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে জিম্বাবুয়ে। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে তারা। এমন একটি বাজে সিরিজের পর বাংলাদেশ সিরিজ তাদের জন্য রীতিমতো বড় পরীক্ষা। বিষয়টির সঙ্গে একমত মাসাকাদজাও, ‘হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই এক ধরনের পরীক্ষা। আমরা দক্ষিণ আফ্রিকায় কোন ম্যাচ না জিতলেও অনেক ইতিবাচক দিক অর্জন করেছি। আমরা তাদের কয়েকবার শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছি। সেই দিক থেকে ছেলেরা এই সিরিজে ভাল করার অপেক্ষায় থাকবে ‘

বাংলাদেশের হয়ে এই সিরিজে খেলতে পারবেন না দলের সবচেয়ে বড় ‍দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মাসাকাদজা মনে করছেন বাংলাদেশের অনেক বদলি খেলোয়াড় থাকায় তামিম-সাকিব না থাকাটা খুব বেশি প্রভাব ফেলবে না স্বাগতিকদের পারফরম্যান্সে, ‘দুইজনই বাংলাদেশের জন্য বড় প্লেয়ার। তারা বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই পারফর্ম করছে। তাদের অনেক প্লেয়ার রয়েছে। আর কিছু বদলি প্লেয়ারও অপেক্ষায় আছে। আমার মনে হয় না সাকিব-তামিম না থাকায় তারা খুব একটা শক্তি হারাবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়