ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আব্বাসের প্রথম দশে পাকিস্তানের সিরিজ জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আব্বাসের প্রথম দশে পাকিস্তানের সিরিজ জয়

প্রথমবারের মতো কোনো টেস্টে ১০ উইকেট পেলেন মোহাম্মদ আব্বাস

ক্রীড়া ডেস্ক : আবারো অস্ট্রেলিয়ার ব্যাটিং গুঁড়িয়ে দিলেন মোহাম্মদ আব্বাস। এই পেসারের তোপে পড়ে আবুধাবি টেস্ট অস্ট্রেলিয়া হারল চার দিনেই।

সিরিজের দ্বিতীয় এই টেস্ট পাকিস্তান জিতেছে ৩৭৩ রানের বিশাল ব্যবধানে। পাশাপাশি দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে সরফরাজ আহমেদের দল। দুবাইয়ে প্রথম টেস্ট ড্র হয়েছিল।

চতুর্থ ইনিংসে ৫৩৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া যেতে পারেনি ধারেকাছেও। অলআউট হয়েছে মাত্র ১৬৪ রানে। চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি উসামান খাজা।

৬২ রানে ৫ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার আব্বাস। প্রথম ইনিংসেও তিনি ৫ উইকেট পেয়েছিলেন, ম্যাচে ৯৫ রানে ১০ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ম্যাচে দশ উইকেট পেলেন আব্বাস, গত ১২ বছরে প্রথম পাকিস্তানি পেসার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। আরব আমিরাতে অবশ্য আব্বাসের আগে আর কোনো পেসার ম্যাচে ১০ উইকেট পাননি।

জন্ম দিলেও বাবর আজমের ৯৯ রানের সুবাদে অস্ট্রেলিয়ার সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়ায় আরো একবার আব্বাসের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া।

ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আব্বাস। দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ২৮২ ও ২য় ইনিংস ৪০০/৯ ডিক্লে.

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৪৫ ও ২য় ইনিংস: (লক্ষ্য ৫৩৮) ১৬৪

ফল: পাকিস্তান ৩৭৩ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচ সিরিজ পাকিস্তান ১-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আব্বাস

ম্যান অব দ্য সিরিজ: মোহাম্মদ আব্বাস।

 


রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়