ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরিজ জিততে চট্টগ্রামে বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিজ জিততে চট্টগ্রামে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : সোমবার সন্ধ্যায় একই ফ্লাইটে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল পৌঁছেছে চট্টগ্রামে।

তিন ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে এখানেই। ২৮ রানে প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশ গিয়েছে চট্টগ্রামে। সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছে হোটেল র‌্যাডিসনে উঠেছে দুই দল। আগামীকাল দুই দল অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বরাবরের মতোই পয়মন্ত। এ মাঠ সব সময় বাংলাদেশের পক্ষে কথা বলে। এ মাঠেই বাংলাদেশ ক্রিকেটের একাধিক সাফল্য রচিত হয়েছে। ২০১৫ সালের আগে দুঃসমেয়ের সময়ে এ মাঠে এলে বারবার নিজেদের ফিরে পেত বাংলাদেশ। ২০১১ সালে ইংল্যান্ডকে হারানো, ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউটের রেকর্ড তো এখানেই। জিম্বাবুয়েকে হারিয়ে টেস্ট সিরিজ জয়ের রেকর্ডটাও তো এখানেই। তাইতো এ মাঠ বাংলাদেশের ক্রিকেটের জন্য হয়ে রয়েছে পয়মন্ত।



জিম্বাবুয়েকে এ মাঠে এর আগে একাধিকবার হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের পাঁচটিই জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে এ ম্যাচে জয়ের খাতা খুলতে পারেনি। জহুর আহমেদে বাংলাদেশ খেলেছে মোট ১৭ ম্যাচ। ১৭ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচে। ৭ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে দুই ম্যাচ এবং শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে হেরেছে একটি করে ম্যাচ।

বাংলাদেশ এর আগে ২২টি ওয়ানডে সিরিজ জিতেছে। বাংলাদেশের সিরিজ জয় শুরু জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩-২ ব্যবধানে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে সিরিজ জিতেছে আরও নয়বার। এবার সাফল্য পাতায় আরেকটি অর্জন উঁকি দিচ্ছে। ২৪ অক্টোবর দুই দলের দ্বিতীয় ওয়ানডে। পরের ওয়ানডে ২৬ অক্টোবর।



রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/ইয়াসিন/আমিনুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়