ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

টি-টোয়েন্টি এক্স টুর্নামেন্টে খেলার অনুমতি চেয়েছেন সাকিব

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টি এক্স টুর্নামেন্টে খেলার অনুমতি চেয়েছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : আঙুলের চোট এখানো সারেনি সাকিব আল হাসানের। মাঠে কবে ফিরবেন তাও অজানা। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অন্তত তিন মাস বিশ্রামে থাকুক সাকিবের আঙুল।

চলছে পুর্নবাসন প্রক্রিয়া। সপ্তাহে সপ্তাহে রক্ত পরীক্ষাও চলছে। সব মিলিয়ে নিবিড় পর্যবেক্ষণেই আছেন এ বাঁহাতি অলরাউন্ডার। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ খেলা হচ্ছে না তার। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও খেলা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি এক্স টুর্নামেন্ট খেলতে বোর্ডের কাছে অনুমতি চেয়েছেন সাকিব। শুধু আনুষ্ঠানিকভাবে অনুমতি চাননি, মৌখিকভাবে অনুমতি দেওয়ার জন্য অনুরোধও করেছেন! সূত্র মতে, এজন্য যোগাযোগও করেছেন একাধিক পরিচালকের সঙ্গে।

আনুষ্ঠানিকভাবে বিসিবি এখনো চুড়ান্ত কিছু জানায়নি। দুই-একদিনের মধ্যে বিসিবি নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে বোর্ডের একাধিক সূত্র বলছে, কোনোভাবেই সাকিবকে অনুমতি দেওয়ার পক্ষে নন ক্রিকেট পরিচালনা বিভাগ। এ বিষয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও এখনো কিছু বলেননি।

তবে সাকিবের আকস্মিক এমন আবেদনে হতভম্ব বিসিবিও। বোর্ড প্রধান কিছুদিন আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে প্রয়োজনে বিপিএল, আইপিএল কিছুতেই সাকিবকে রাখবেন না। সেখানে অস্ট্রেলিয়ায় চিকিৎসককে দেখিয়ে এসে দুই সপ্তাহ যেতে না-যেতেই তার টি-টোয়েন্টি এক্স খেলার আগ্রহে বিস্মিত সবাই!

সাকিবের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ ২২ ডিসেম্বর। এরপর ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। এর আগে ১৫ নভেম্বর থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা বিসিএল। নিজের ফিটনেস এবং ম্যাচ খেলার মতো পরিস্থিতি হয়েছে কি না, তা জানতে বিসিএল হতে পারত আদর্শ। সেখানে টি-টোয়েন্টি এক্স লিগ খেলার চিন্তায় অবাক বিসিবির শীর্ষমহল!



রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়