ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উন্মাদনা নেই, উন্মাদনা আছে!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উন্মাদনা নেই, উন্মাদনা আছে!

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : চায়ের শহর সিলেটে ঢুকতেই চোখে পড়বে বঙ্গবন্ধু গোল্ডকাপের বিশাল তোড়ণ! অথচ শহরে এখন ক্রিকেট উন্মাদনা।

প্রথমবারের মতো পূণ্য ভূমিতে বসছে ক্রিকেটের সবথেকে মর্যাদার প্রতিযোগিতা টেস্ট ক্রিকেট। সাদা পোশাকে এ প্রতিযোগিতার রয়েছে ভিন্ন আবহ, ভিন্ন আকর্ষণ। রয়েছে চিরন্তন মহিমা। তাইতো টেস্ট ক্রিকেটকে আসল ক্রিকেট বলে থাকেন অনেকে। সেই টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেটে।

বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে নাম লিখাতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে সেই উন্মাদনা চোখে পড়ল না একটুও। উন্মাদনা শুধু ক্রিকেটপ্রেমিদের মধ্যেই। আয়োজকদের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস নেই!
 


শহর বর্ণিল সাজে সাজেনি। অভিষেক টেস্ট ছড়িয়ে দেওয়ার তেমন কোনো প্রচারণাও চোখে পড়েনি। মানুষের মুখে মুখেই প্রচারণা। আয়োজকদের প্রচারণার সবথেকে বড় বিজ্ঞাপণ হতে পারতেন রাজীন সালেহ, এনামুল হক জুনিয়র, তাপস বৈশ্য, অলোক কাপালি। শুধু তারাই কেন, হাসিবুল হোসেন শান্ত, নাজমুল হোসেন ও আবুল হাসান রাজুও আছেন। তারা প্রত্যেকেই এ সিলেট থেকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন। খেলেছেন সাদা পোশাকের টেস্ট ক্রিকেট।

অথচ নিজ শহরে প্রথম টেস্টে তারা উপস্থিত থাকবেন কিনা তা জানা নেই কারো? জাতীয় ক্রিকেট লিগের শেষ ম্যাচ খেলতে রাজীন, অলোক, এনামুল সিলেটের বাইরে। শনিবার মাঠে উপস্থিত থাকবেন কিনা তা জানা নেই তাদের। অস্ত্রোপচার করানো আবুল হাসান রাজু রয়েছেন ঢাকায়। সিলেটের প্রথম টেস্ট খেলোয়াড় শান্তও রয়েছেন ঢাকায়।
 


মাঠ মাতানো এ তারকা ক্রিকেটারদের অবশ্য বিশেষ সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা । শেষ দিকে তাদেরকে উড়িয়ে আনলে অবাক হওয়ার কিছু থাকবে না।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। ১৮ হাজার ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের অর্ধেকেরও বেশি টিকিট ছাড়া হয়েছে সাধারণ মানুষের জন্য।  টিকিট মূল্য ক্রয় ক্ষমতার মধ্যেই রেখেছেন আয়োজকরা। সর্বোচ্চ ৫০০ টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিট মিলবে ২০০ টাকায়। এছাড়া ইস্টার্ন গ্যালারি ৮০, ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন গ্যালারির টিকিট মিলবে ৫০ টাকায়। তবে স্কুল-কলেজ ছাত্রদের বিনা টিকিটে ম্যাচ দেখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। সাপ্তাহিক ছুটির দিন শনিবার শুরু হবে টেস্ট ম্যাচ। সেদিন মাঠ কানায় কানায় পূর্ণ থাকবে বলে বিশ্বাস আয়োজকদের ।
 


এদিকে টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখতে বিশেষ মুদ্রায় টসের সিদ্ধান্ত হয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টস করবেন বিশেষ স্মারক মুদ্রা দিয়ে। এছাড়া দুই দলের খেলোয়াড়দের দেওয়া হবে বিশেষ স্মারক।

মাঠের ভেতরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে টুকটাক উন্মাদনা থাকলেও মাঠের বাইরে সেই উন্মাদনা নেই। হয়তো প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই আলোড়ণ সৃষ্টি করতে পারেনি। আবার থাকতে পারে ভিন্ন কারণ। তবুও ঘরের মাঠে সাদা পোশাকে মুশফিক-মাহমুদউল্লাহদের ম্যাচ, সিলেটবাসীর জন্য এটা বড় উপলক্ষ্য বটে।



রাইজিংবিডি/সিলেট/১ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়