ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আত্মবিশ্বাস বেড়েছে আরিফুলের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আত্মবিশ্বাস বেড়েছে আরিফুলের

ক্রীড়া প্রতিবেদক : সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা বাজে ব্যাটিংয়ের উপাখ্যান রচনা করলেও ব্যতিক্রম ছিলেন একজন- অভিষিক্ত আরিফুল হক। দুই ইনিংসেই বেশিরভাগ ব্যাটসম্যান যেখানে নুইয়ে পড়েছেন, বাজে শটে আউট হয়েছেন; সেখানে লড়াইয়ের চেষ্টা করেছেন আরিফুল। আর অভিষেক টেস্টে ভালো করায় আত্মবিশ্বাস বেড়েছে এই অলরাউন্ডারের।

সিলেটে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৩ রানে। সাত নম্বরে নেমে ইনিংস সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত ছিলেন আরিফুল। সঙ্গীর অভাবে অভিষেক ইনিংসে ফিফটিটা পাওয়া হয়নি তার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ১৬৯ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আরিফুলের।

অভিষেক টেস্টে নিজের পারফর‍ম্যান্স নিয়ে মিরপুরে আজ আরিফুল সংবাদিকদের বলেছেন, ‘প্রথম টেস্ট ভালোই গিয়েছে আসলে। আত্মবিশ্বাস বেড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বোলাররা বাজে বল দেবে না, ওভাবেই আপনাকে অপেক্ষা করতে হবে। খেললে যে চিন্তা-ভাবনায় পরিবর্তন আসে, সেটা আমার হয়েছে। চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে।’

এবারের জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেছিলেন আরিফুল। খেলেছিলেন ক্যারিয়ার সেরা ২৩১ রানের অসাধারণ এক ইনিংস। যেটি টেস্টে ভালো করতে কাজে দিয়েছে বলে মনে করেন আরিফুল, ‘অবশ্যই (কাজে দিয়েছে)। এনসিএলে দুইশ মারার পর আসলে আমার আত্মবিশ্বাস ভালো ছিল, আর শেষ টেস্টটাতে হয়তো ব্যাটিং ভালোই করেছি। আত্মবিশ্বাস ভালো আছে।’

অভিষেক ইনিংসে ফিফটিও পেতে পারতেন আরিফুল। কিন্তু ভুল বোঝাবুঝিতে আবু জায়েদ রাহী শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হওয়ায় ফিফটি পাওয়া হয়নি তার। ফিফটি না পেলেও আক্ষেপ নেই আরিফুলের। তার লক্ষ্যটা যে আরো বড়, ‘শেষ বলে সিঙ্গেল নিতে চেয়েছিলাম। শেষে মেরে কিছু রান হয়তো বাড়াতে পারতাম। ভুল বোঝাবুঝি ছিল। আমার ভেতরের লক্ষ্যটা বড় আছে। ভেতরের লক্ষ্য যেন পূরণ করতে পারি।’

ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করেন আরিফুল। প্রথম টেস্টে যদিও সেভাবে সুযোগ পাননি, ৪ ওভার হাত ঘুরিয়ে সাফল্যও পাননি। জানালেন বোলিং নিয়ে কাজ করছেন, ‘বোলিং নিয়ে কাজ করছি। আসলেও ওটা আমার বোলিংয়ের জন্য মানানসই উইকেট ছিল না। আমার বোলিংয়ের উপযোগী উইকেট হলে হয়তো আরো বোলিং করতাম। আমি জানি, আরো ভালো করতে হবে। ঘরোয়া ক্রিকেটে, বিপিএলে যদি আরো ভালো করতে পারি, তাহলে জাতীয় দলেও বোলিংয়ের সুযোগ পাব।’




রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়