ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুই ম্যাচে ১২ গোল হজম করল বাংলাদেশের মেয়েরা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ম্যাচে ১২ গোল হজম করল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক : অলিম্পিক ফুটবলের বাছাইপর্বের প্রথম ম্যাচে মায়ানমারের কাছে ৫-০ গোলে হার মানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ রোববার তারা দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়। এই ম্যাচেও হার ভিন্ন অন্য কোনো ফল হয়নি গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের। এবার তারা হার মেনেছে ৭-১ গোলের ব্যবধানে।

বাছাইপর্বের দুই ম্যাচেই ১২ গোল হজম করেছে সাবিনা-কৃষ্ণারা। বাছাইপর্বের তিন ম্যাচের দুটিতেই হেরে ইতিমধ্যে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। শেষ ম্যাচে মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচটি অবশ্য ছোটনের শিষ্যদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র।

ভারতের বিপক্ষে মিয়ানমারে রোববার প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তারা আরো চারটি গোল হজম করে। অবশ্য এই অর্ধে একটি গোল শোধও করে তারা। রোববার ভারতের পক্ষে বালা দেবী একাই হ্যাটট্রিকসহ চারটি গোল করেন। কমলা দেবী করেন জোড়া গোল। আর সাঞ্জু যাদব একটি গোল করেন। বাংলাদেশের পক্ষে একটি গোল শোধ দেন কৃষ্ণা রানী সরকার।



রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়