ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছেলেদের আত্মবিশ্বাস দেবে এমন পারফরম্যান্স: মাসাকাদজা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছেলেদের আত্মবিশ্বাস দেবে এমন পারফরম্যান্স: মাসাকাদজা

ক্রীড়া ডেস্ক: ২০০১ সালে চট্টগ্রাম টেস্টের ১৭ বছর পর এবার সিলেটে এসে টেস্ট জিতল জিম্বাবুয়ে। মাঝখানে বিদেশে জেতা হয়নি আর কোনো টেস্ট। সিলেট টেস্টে জয়ের পর মিরপুর টেস্টে দল হারলেও শেষদিন পর্যন্ত অসাধারণভাবে লড়েছে জিম্বাবুয়ের খেলোয়াড়রা।

তিন ধরনের ক্রিকেটে টানা ১৯ ম্যাচ হারার পর সিলেট টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে। নিজেদের ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করেছিল জিম্বাবুয়ে। এ বছর সর্বশেষ ১৩ ওয়াডেতে তারা জেতেনি, আর টেস্টে তো জেতেনি গত ৫ বছর ধরেই। দলের এমন দুঃসময়ে বাংলাদেশের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট সিরিজের পর বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। সিরিজ শেষে আজ খেলোয়াড়দের সেই আত্মবিশ্বাসের কথাই জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

‘আমার মনে হয় আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ছেলেরা উভয় টেস্টে খেলে সেটা দেখিয়েছে যে দল হিসেবে আমরা কেমন করতে পারি। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। এমন ধরণের লড়াইয়ে থাকলে সেটা অবশ্যই আপনাকে শক্ত করবে আর সেটা অন্য দলের জন্য ভাল হিসেবেই উপস্থাপিত হবে। এটাই সবচেয়ে বড় শিক্ষা এবং ইতিবাচক ব্যাপার আমাদের জন্য যে বিদেশের কন্ডিশনে এসেও আমরা কতটা করে দেখাতে পারি। আমরা এবার বাংলাদেশের সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছি। এটা অনেক বড় ইতিবাচক ব্যাপার আমাদের জন্য।’



বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দলের কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স নজর কেড়েছে মাসাকাদজারা। ঢাকা টেস্টে ড্রয়ের জন্য বিশেষ কৃতিত্ব দিয়েছেন উভয় ইনিংসে সেঞ্চুরি পাওয়া ব্রেন্ডন টেলরকে। তার সঙ্গে দলের অন্যদের প্রশংসায় ভাসিয়ে জিম্বাবুয়ে দলপতি বলেন, ‘এ ম্যাচে ব্রেন্ডন টেইলরের কাছ থেকে যা পেয়েছি সেটা একজন বিশ্বমানের খেলোয়াড়ের পারফরম্যান্স। এ ধরণের কন্ডিশনে কিভাবে ব্যাট করতে হয় তিনি সত্যিই করে দেখিয়েছেন। উভয় ইনিংসে তিনি যেভাবে ব্যাট করেছে, তা সত্যিই অসাধারণ এক ব্যাপার। কাইল জারভিসও দারুন বোলিং করেছে। এমনকি সিলেটে তেন্দাই চাতারা ও সিমাররা আমাদের প্রতি ম্যাচের শুরুতেই উইকেটগুলো এনে দিয়েছে। আর প্রথম ম্যাচে ব্রেন্ডন মাভুতার সঙ্গে আমার ভাই ও সিকান্দার রাজার মতো স্পিনাররা দারুন বোলিং করেছে। সবার কাছ থেকে এটা খুবই ভাল একটা চৌকষ নৈপুণ্য দলের জন্য। প্রতিটি খেলায় সবাই কিছু অবদান রেখেছে যা প্রতিটি খেলোয়াড়ের জন্য বিশাল কিছু। সামনে এগিয়ে যাওয়ার জন্য ছেলেদের এটা আত্মবিশ্বাসী করবে ।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়