ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজয় দিবস ভলিবলের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন গ্রুপ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজয় দিবস ভলিবলের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন গ্রুপ

ক্রীড়া প্রতিবেদক : গেল কয়েক বছর ধরে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৮’। এবারের এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিবে।

প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অ্যাড: ফজলে রাব্বি বাবুল বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ১৩ ডিসেম্বর থেকে আমরা বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু করতে চাচ্ছি। এবারের এই প্রতিযোগিতায় সার্ভিসেস দলসহ ১২টি দল অংশ নিবে। প্রাইজমানি থাকবে। ওয়ালটন গ্রুপ বরাবরই আমাদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। বিগত দিনেও জাতীয়, আন্তঃজেলা, মহিলা লিগ থেকে শুরু করে আমাদের প্রায় সব ধরণের প্রতিযোগিতায় ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করেছে। বিজয় দিবস ও স্বাধীনতা দিবস ভলিবলে নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে। ওয়ালটন আমাদের ভালো পৃষ্ঠপোষক।ওয়ালটন গ্রুপকে সব সময়ই আমরা স্বাগত জানাই।’

এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সঙ্গে ওয়ালটন গ্রুপের সম্পর্ক অনেক পুরনো ও গভীর। আমরা ওয়ালটন গ্রুপ নিয়মিত ভলিবলের বিভিন্ন টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। বিজয় দিবস ও স্বাধীনতা দিবস ভলিবলে নিয়মিত পৃষ্ঠপোষকতা করেছি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। আশা করব এবারও জমজমাট একটি টুর্নামেন্ট হবে এবং এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো কিছু খেলোয়াড় উঠে আসবে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।




রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়