ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেস্ট স্কোয়াডে সাদমান ইসলাম

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট স্কোয়াডে সাদমান ইসলাম

ক্রীড়া প্রতিবেদক : উন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলামকে। ফলে ১৩ জনের স্কোয়াড হল ১৪ জনের।

বাংলাদেশ ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলকে প্রতিনিধিত্ব করা এ ব্যাটসম্যান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ফর্মে আছেন তিনি।

সবশেষ ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর এ ব্যাটসম্যান ১০ ইনিংস খেলে রান করেছেন সর্বোচ্চ ৬৪৮। সর্বোচ্চ রান ১৮৯। ৬৪.৮০ গড়ে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এ বাঁহাতি।

চট্টগ্রামে উন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর। মূল দলে জায়গা পাওয়ার আগে তাকে সুযোগ দেওয়া হয় প্রস্তুতি ম্যাচে। বিসিবি একাদশের হয়ে ব্যাট হাতে ৭৩ রান করে পরীক্ষায় উত্তীর্ণ হন এ ওপেনার।

৪২ প্রথম শ্রেণির ম্যাচে ৩ হাজার ২৩ রান করেছেন সাদমান। ৭ সেঞ্চুরি আর ১৬ হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়