ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবুধাবি টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবুধাবি টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলাসের দৃঢ় ব্যাটিংয়ে আবুধাবি টেস্টে পাকিস্তানের বিপক্ষে চালকের আসনে রয়েছে নিউজিল্যান্ড।

তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিনের শুরুতে সেই সংখ্যাটা দলীয় ৬০ রানের সময় ৪ উইকেট হলে অস্বস্তি বাড়তে থাকে কিউই শিবিরে। দলের সেই দুঃসময় সামাল দেন  উইলিয়ামসন ও নিকোলাস। তাদের  ধৈর্য্যশীল ব্যাটিংয়ে কিউইরা লিড পেয়েছে ১৯৮ রানের। দিন শেষে তাদের সংগ্রহ সেই ৪ উইকেটে ২৭২ রান।

আবু ধাবিতে পুরো দিন ৮০ ওভার ব্যাটিং করেছেন নিকোলস ও কেন উইলিয়ামস। কেন উইলিয়ামস তুলে নিয়েছেন সেঞ্চুরি। ২৮২ বল খেলে অপরাজিত আছেন ১৩৯ রানে। তার সঙ্গে হেনরি নিকোলসও অপরাজিত আছেন ৯০ রানে। ৮০ ওভারের অপরাজেয় জুটিতে টেস্টে ব্যাটিং করার স্বরূপ দেখিয়ে গেলেন কিউই এ দুই তারকা।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়