ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বহুত চ্যালেঞ্জ বাকি দেখছেন মাশরাফি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বহুত চ্যালেঞ্জ বাকি দেখছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক সিরিজ জিতে নিজেদের সক্ষমতা জানান দিয়ে চলছে বাংলাদেশ। সবশেষে জিম্বাবুয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জয়ের পথে এগিয়ে রয়েছে টাইগাররা। ঘরের মাঠে সাফল্য পেলেও এই দলের অনেক চ্যালেঞ্জ বাকি রয়েছে বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ জয়ের পর বাংলাদেশ পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে গেছে কিনা জানতে চাওয়া হয়েছিল মাশরাফির কাছে। জবাবে টাইগার দলপতি বলেন, ‘আমার কাছে মনে হয় না। এখনও বহুত চ্যালেঞ্জ বাকি। ঘরের মাঠে এক চ্যালেঞ্জ থাকে, অ্যাওয়েতে আরেক চ্যালেঞ্জ। আর আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। আমরা একটা লেভেল পর্যন্ত আছি। যেখানে চাপ বেশি আছে সেখানে কিন্তু বেশিরভাগ ম্যাচ;  যদি ফাইনালের কথা বলেন আমরা ব্যর্থ হয়েছি।’

বর্তমানে দলে চার ওপেনার ও সৌম্য সরকারের খেলানো নিয়ে মাশরাফি বলেন, ‘সৌম্যর আসলে ছয়ে সাতে ব্যাট করার অভ্যাস আছে। কাজেই ইমরুল হয়তো রেয়ার কেইস। সৌম্য করেছে , এশিয়া কাপ ফাইনালে সাতে খেলেছে। আবার ওর হাতে শটস খেলার সামর্থ্য আছে। পেস বল সামলাতে পারে। ইনফর্ম আছে। শেষ তিন ম্যাচেই সেঞ্চুরি করেছে। মিঠুনও ভাল ফর্মে আছে। তবে পরিস্থিতি বিবেচনায় সব কিছু চিন্তা করে। যদি স্পিনাররা স্ট্রাগল করে, সৌম্যর কাছ থেকে কিছু ওভার পাওয়া যায় কিনা এসব চিন্তা করে আসলে সৌম্যকে খেলানো। আর ও নিজেও তো ফর্মে আছে।’

দলে চার ওপেনার নিয়ে সম্প্রতি টেস্ট কিংবা ওয়ানডেতে ভালোই পারফর্ম করে চলছে বাংলাদেশ। আগামী বছরের বিশ্বকাপেও এমন কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে মাশরাফির জবাব, ‘চিন্তা করা যায় কিন্তু এমন ভাবার সুযোগ থাকেও না। ম্যাচ হারলে কিংবা কারো ফর্ম না থাকলে তাকে অনেক সময় বসতে হয়। তবে আমার মনে হয়, সৌম্য দুই জায়গায় খেলতে পারে বলে ওকে ওই সুযোগটা দেওয়া হয়েছে। সৌম্যর জন্য আদর্শ হচ্ছে যদি তিন বা ওপেনিংয়ে খেলতে পারে। ওর এই সামর্থ্য আছে বলে ওকে খেলানো হচ্ছে। এই ফরম্যাটে কোনো কিছুই আসলে নিশ্চয়তা দেয় না। তবে টপ তিনে এদের চার জনের তিন জনেরই খেলার সম্ভাবনা বেশি। যেহেতু এই মুহূর্তে বাইরে তেমন কেউ নাইও। বেশির ভাগ ম্যাচই এরা খেলে আসছে। এদের চার জন থেকে তিন জন খেলার সম্ভাবনাই বেশি।’



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়