ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন অবৈধ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন অবৈধ

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে গলে প্রথম টেস্টেই আকিলা ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা।

দুই সপ্তাহ পর আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা শেষে পাস করতে পারেননি লঙ্কান এ অফ স্পিনার। বৈধ সীমা ছাড়িয়ে যাওয়া তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করেছে আইসিসি।

অ্যাকশন নিয়ে অভিযোগের পর গত ২৩ নভেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং পরীক্ষা দিতে গিয়েছিলেন ধনঞ্জয়া। পরীক্ষায় যাচাই বাছাই শেষে দেখা যায় বোলিং করার সময় লঙ্কান এ স্পিনারের কনুই ১৫ ডিগ্রি অনুমোদিত সীমাকে ছাড়িয়ে যায়।

সদ্য পাওয়া এমন ফলাফলের কারণে সব আন্তর্জাতিক ক্রিকেটে অবৈধ থাকবেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। আইসিসির ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকছেন ডানহাতি এ বোলার। আইসিসির এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ধনঞ্জয়া। ৪.৫ অনুচ্ছেদ অনুযায়ী ফলাফল পুনরায় যাচাইয়ের জন্য আবেদন করতে পারবেন লঙ্কান এ তারকা ক্রিকেটার।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়