ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : রোমাঞ্চকর ফাইনালে ভারতকে ৩ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭০ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ রানের বেশি করতে পারেনি ভারত।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন কামিন্দু মেন্ডিস। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। এ ছাড়া বয়োগদা ৫৪ ও শেহান জয়াসুরিয়া করেন ৪৬ রান।

লক্ষ্য তাড়ায় ১২৭ রানেই ৬ উইকেট হারায় ভারত। সপ্তম উইকেটে জয়ন্ত যাদব ও শামস মুলানির ১০৭ রানের জুটি শিরোপার আশা জাগিয়েছিল। কিন্তু পাঁচ বলের মধ্যে যাদব (৭১) ও মুলানির (৪৬) সঙ্গে আরো এক উইকেট হারানোয় সে সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়।



শেষ ওভারে ২০ রানের প্রয়োজনে চেষ্টা চালিয়েছিলেন অজিত সেথ। লাসিথ এমবুলদেনিয়ার প্রথম চার বলে ২ ছক্কা হাঁকান তিনি। শেষ দুই বলে ৮ রানের সমীকরণটা অবশ্য মেলাতে পারেননি। দুই বলেই নেন ২ রান করে।

৩৮ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার আসেলা গুনারত্নে। জয়াসুরিয়া ও এমবুলদেনিয়া নেন ২টি করে উইকেট। ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন কামিন্দু মেন্ডিস।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ