ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন না হলে সংকট সৃষ্টি হবে : কামাল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুষ্ঠু নির্বাচন না হলে সংকট সৃষ্টি হবে : কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক : অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে বলে মত প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সংবিধান বলছে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবে দেশের নাগরিকদের পক্ষে। অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না করলে যারা তথাকথিত দাবি করবে তারা নির্বাচিত প্রতিনিধি, তাদের সে দাবি হবে মিথ্যা দাবি। তাদেরকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। তখন মহাসংকট সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘জোর করে নির্বাচিত হবেন, দাবি করবেন বিজয়ী হয়েছেন, এটা অর্থহীন। দেশের মানুষ চায় অবাধ নির্বাচন। ৪৭ বছর পরেও ভোটাধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে, এটা লজ্জাজনক।’

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘সংবিধানে লেখা আছে, পুলিশ কোন দলীয় বাহিনী হবে না। পুলিশ ভাইদের অনুরোধ করবো, আপনারা পুলিশ ভাইয়েরা যা করছেন, ১৬ আনা নিরপেক্ষ পরিপন্থি। তা অবিলম্বে বন্ধ করুন।’

সরকারকে সুষ্ঠু নির্বাচন দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘অর্থহীন বিজয়ের দিকে অগ্রসর না হয়ে সুষ্ঠু নির্বাচন দিকে অগ্রসর হোন। সারা দেশে হামলা, মামলা ও সহিংসতার ঘটনা আমি বিগত ৪০ থেকে ৫০ বছরে নির্বাচনগুলোতে দেখিনি।’

‘সরকারকে বলবো, নির্বাচনের আর সাত দিন আছে। নানা ঘটনার কারণে আমি বলতে চাই, এটা অবিলম্বে বন্ধ করা হোক। না হলে সংবিধান লঙ্ঘনে তিনি অপরাধী হবেন। এটা নির্বাচনী আইনে অপরাধ নয় সংবিধান লঙ্ঘনে অপরাধ।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক। তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৬ জন ধানের শীষের প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব আসনে প্রার্থিতা বাতিল করা হয়েছে সেসব আসনে পুনঃতফসিলের দাবি জানাচ্ছে ঐক্যফ্রন্ট।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৮/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়