ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গুজব যাচাইয়ে ৯৯৯ নম্বরে ফোন করুন : পুলিশ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুজব যাচাইয়ে ৯৯৯ নম্বরে ফোন করুন : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : গুজবে বিভ্রান্ত না হয়ে ৯৯৯ নম্বরে ফোন করে সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা বিভ্রান্তিকর তথ্য, সংবাদ, পোস্টার, লিফলেট, বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ ও প্রচার করছে। এ কারণে জনমনে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। গুজবকে কেন্দ্র করে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও চেষ্টা করা হয়। এ ধরনের গুজবের বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে ও সাধারণ মানুষকে গুজব সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে জাতীয় নির্বাচনকালীন নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এ উদ্যোগের অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহায়তা নেওয়া যাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়