ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পথশিশুদের নিয়ে তাদের গান

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পথশিশুদের নিয়ে তাদের গান

বিনোদন ডেস্ক : পথশিশুদের বঞ্চনা-সংগ্রামী মানবেতর জীবন নিয়ে রচিত গানে কণ্ঠ দিলেন তরুণ কণ্ঠশিল্পী পরান। ‘পথশিশু’ শিরোনামের এ গানের কথা লিখেছেন ইমতিয়াজ মেহেদী হাসান। সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজন করেছেনঅণু মোস্তাফিজ। সম্প্রতিনগরীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

গানপ্রসঙ্গে কণ্ঠশিল্পী পরান বলেন, ‘গতানুগতিক প্রেমের গানের বাইরে এসে পথশিশুদের নিয়ে এমন একটি গান করার ভাবনাকে আমি স্যালুট জানাই। কথা-সুর-সংগীত আয়োজনে নতুনত্ব পেয়েছি। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, ‘গানটি সমাজ বাস্তবতার করুণ চিত্র। এখানে কল্পনার কোনো স্থান নেই। বিত্তবানরা শখের বসে ইচ্ছেমতো খরচ করছে কিন্তু তাদের পাশেই পথশিশুরা জীবনের ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করতে পারছে না।  বঞ্চনার এই দৃশ্যটুকু একজন মানুষ হিসেবে আমার বিবেক স্পর্শ করেছে। সেই বেদনা থেকেই গানটি রচনা করেছি।পরে সুহৃদ হাবিব মোস্তফার সঙ্গে আইডিয়াটা বিনিময় করায় তিনি সুন্দর একটি আয়োজন করে আমাকে চমকে দিয়েছেন। পরান চমৎকার গেয়েছেন আর অণু মোস্তাফিজ ভাইয়ের কম্পোজিশন গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে।আশাকরি, শ্রোতারাও গানটি ভালোভাবে গ্রহণ করবেন।’

সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘মানব জীবনের চলমান দুঃখ-সুখের দুটি রূপ নিয়ে পথশিশু গানটি তৈরী হয়েছে।  বিত্তবানদের বিবেক জাগ্রত করতে আমাদের যৌথ প্রয়াস সফল হলে পরবর্তী কাজে উৎসাহিত হব।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়