ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইডিবিকে প্রত্যক্ষ কর সুবিধা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইডিবিকে প্রত্যক্ষ কর সুবিধা

অর্থনৈতিক প্রতিবেদক : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংককে (আইডিবি) শর্ত সাপেক্ষে সকল প্রকার প্রত্যক্ষ কর প্রদান হতে অব্যাহতি প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সই করা বিশেষ আদেশে ওই সুবিধা দেওয়া হয়েছে।

২৪ ডিসেম্বর প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪ ধারার ৪ উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংককে সকল প্রকার প্রত্যক্ষ কর প্রদান হতে অব্যাহতি প্রদান করা হলো।

তবে শর্তগুলো হলো- ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০১৫ সালের ২৬ নভেম্বরে ‘দ্য স্টাব্লিসমেন্ট অব দ্য কান্ট্রি গেটওয়ে অফিস অব দি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ ইন বাংলাদেশ’ শীর্ষক চুক্তির সকল শর্তাদি পরিপালন করতে হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়