ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ২৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়েতে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন  ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ফিলিপাইনের শহর জেনারেল সান্তোস থেকে ১৯৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটা গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ‘এই ভূমিকম্প থেকে কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে ইন্দোনোশিয়া ও ফিলিপাইন উপকূলে প্রবল সুনামিক ঢেউ হতে পারে।’




রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়