ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্র।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বাসদ (মার্কসবাদী) নেত্রী নাঈমা খালেদ মনিকা বলেন, সুবর্ণচরে চার সন্তানের মাকে স্বামী সন্তানদের সামনে গণধর্ষণ, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই।

বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, একটা দেশে নারী ও শিশুর অবস্থান নির্ণয় করে বোঝা যায়, সে দেশে মানুষ কেমন আছে। সুবর্ণচরে একজন মা যেভাবে গণধর্ষণের শিকার হলেন, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সমাবেশে বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্রের অর্থ সম্পাদক তাসলিমা আক্তার বিউটিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৯/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়