ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজস্ব আদায় বাড়ানোর প্রতি জোর নতুন অর্থমন্ত্রীর

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজস্ব আদায় বাড়ানোর প্রতি জোর নতুন অর্থমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করে‌ছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে নিজ মন্ত্রণালয়ে এসে দায়িত্বের প্রথম দিনে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখনো রাজস্ব আদায়ের বাইরে রয়ে গেছেন,  পরিকল্পনা অনুযায়ী তাদের রাজস্বের আওতায় আনা প্রয়োজন।

এ সময় তিনি কর্মকর্তাদের রাজস্ব বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।  আমাদের সামনে সম্ভাবনার উজ্জ্বল দ্বার উন্মুক্ত।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সবাইকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন দেশের রাজস্ব আহরণের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর তুলনায় আমাদের রাজস্ব আহরণের হার এখনো অনেক কম। এই হার বাড়ানো খুব প্রয়োজন।

পরে নতুন অর্থমন্ত্রীকে স্বাগত জানাতে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্থ মন্ত্রণালয়ের অধীন ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা ফুল দিয়ে নতুন অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালকে শুভেচ্ছা জানান।



রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৯/হাসনাত/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়