ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৩৫ লাখ টাকার প্লেয়িং কার্ড আটক

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৩৫ লাখ টাকার প্লেয়িং কার্ড আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা মুল্যের প্লেয়িং কার্ড আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। ঘোষণা ছাড়াই অন্য পণ্যের সঙ্গে অবৈধভাবে আমদানি করা এসব কার্ড মঙ্গলবার আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আটককৃত কার্ডের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৯২০ ইউনিট (প্যাকেট)।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স সালাম ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি (সি-৬৮২৩৯০) আমদানি করে। এটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স নুরুচ্ছফা ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেডের। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে কায়িক পরীক্ষা করা হয়। এতে ঘোষণা অনুযায়ী পলিশিং প্যাডস ও টুথ ব্রাশ (অর্ডিনারি) পাওয়া গেলেও ৩ লাখ ৪ হাজার ৯২০ প্যাকেট তাস পাওয়া যায় যা পূর্ব ঘোষনায় ছিল না। পণ্য চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ৭৬ লাখ ৮৩ হাজার ৯৮৪ টাকা এবং মোট শুল্ককরাদির পরিমাণ ৫৮ লাখ ৬৩ হাজার ৬৪৮ টাকা। শুল্ককরসহ পণ্য চালানটির মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৬৩২ টাকা।




রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ ডিসেম্বর ২০১৮/রেজাউল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়