ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাবনায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাবনা প্রতিনিধি : পাবনায় মহাসড়ক ফোর লেনে উন্নীত করার অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘এস্টেট এন্ড ল’ অফিসার উপসচিব মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় গত তিন দিন ধরে জেলার বিভিন্ন মহাসড়কে অভিযান চালানো হয়েছে। 

অভিযানে পাবনা-কুষ্টিয়া, পাবনা-রাজশাহী ও পাবনা-ঢাকা মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের আশাপাশে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।

এ সময় দোকান, মার্কেট, অফিস, বাসাসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও র‌্যাব, পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উপসচিব মাহবুবুর রহমান ফারুকী জানান, এ সব মহাসড়ক ফোর লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগির। এ কারণে সরকারের নির্দেশে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

দখলদারদের অভিযোগ, কোনো নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করা হয়েছে।



রাইজিংবিডি/পাবনা/৯ জানুয়ারি ২০১৯/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়