ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

'প্রথম সারির আহাম্মকরা ওয়াশিংটনের নীতি নির্ধারণে’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'প্রথম সারির আহাম্মকরা ওয়াশিংটনের নীতি নির্ধারণে’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, 'প্রথম সারির আহাম্মকরা ওয়াশিংটনের নীতি নির্ধারণ করছে'।

১৯৭৯ সালের এক অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে বুধবার তিনি এ কথা বলেছেন।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, ‘মার্কিনিরা আনন্দের সঙ্গে বলে বেড়ায় ইরানের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞাগুলো নাকি ইতিহাসে বিরল। হ্যা এগুলো বিরল। তবে আল্লাহর ইচ্ছায় আমেরিকা এমন পরাজয়ের মুখে পড়বে যা ইতিহাসে বিরল।’

ইরানের প্রতি মার্কিন কর্মকর্তাদের আচরণের নিন্দা জানিয়ে খামেনি বলেন, ‘তারা প্রথম শ্রেণির আহাম্মক।’

গত বছর ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুর্নবহাল হওয়ায় দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণকে জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে। ইরান এর সবকিছুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে।



রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়