ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : বেতন ভাতা বাড়ানোর দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শ্রমিকরা। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে চলছে শ্রমিক বিক্ষোভ।

বৃহস্পতিবারও কাজ বন্ধ রেখে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। ফলে বন্ধ থাকে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম।

সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায়। সাভারের উলাইল, হেমায়েতপুর, বাজার বাসস্ট্যান্ড এলাকাতেও বিক্ষোভ করে শ্রমিকরা।

পরিস্থিতি শান্ত রাখতে পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরাও সড়কে টহল দিচ্ছেন।



রাইজিংবিডি/সাভার/১০ জানুয়ারি ২০১৯/ সাফিউল ইসলাম সাকিব/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়