ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সতীর্থদের প্রতি মাহমুদউল্লাহর বার্তা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সতীর্থদের প্রতি মাহমুদউল্লাহর বার্তা

ক্রীড়া প্রতিবেদক : প্রথম চার ম্যাচের চারটিই হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে খুলনা টাইটান্সের। বিপিএলের প্রাথমিক পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছে দলটি। মাহমুদউল্লাহ মানছেন, এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই আশা ছাড়ছেন না খুলনার অধিনায়ক।

শনিবার চিটাগং ভাইকিংসের কাছে সুপার ওভারে হারের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বললেন, তারা আপাতত ম্যাচ বাই ম্যাচ ভাবতে চান, ‘এখন টুর্নামেন্টটি আমাদের জন্য কঠিন হয়ে গেছে। ৮টা ম্যাচের মধ্যে আমাদের ৫ থেকে ৬টা ম্যাচ জিততেই হবে। এটা অনেক কঠিন। তারপরও এটা ক্রিকেট খেলা। দলের প্রতি আমার মেসেজ থাকবে টুর্নামেন্টে বাকি ৮টা ম্যাচের কথা চিন্তা করে খেলে লাভ নেই। আমাদের একটা একটা করে ম্যাচের কথা চিন্তা করে খেলতে হবে।’

‘আমি আজকের ম্যাচেই বলছিলাম, একটা জয় আমাদের দলকে অনুপ্রাণিত করবে। আমরা যেভাবে খেলছি, তার চেয়ে আরো অনেক ভালো দল আমরা। কিন্তু আমরা তেমন আশানুরূপ পারফরম্যান্স করতে পারছি না, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- কোনো বিভাগেই।’

খুলনার পরের ম্যাচ আগামী মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে। ভেন্যু বদলের সঙ্গে খুলনার ভাগ্যও বদলায় কি না, সেটাই এখন দেখার।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ