ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেষ ষোলোতে রাফায়েল নাদাল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ ষোলোতে রাফায়েল নাদাল

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। আজ শুক্রবার তৃতীয় রাউন্ডে তিনি ৬-১, ৬-২ ও ৬-৪ ব্যবধানে হারিয়েছেন স্বদেশি আলেক্স ডি মিনাউরকে। মাত্র দুই ঘণ্টা স্থায়ী হয় দুই স্প্যানিশ তারকার লড়াই।

১৭টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল অবশ্য একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলেছেন। ১৯ বছর বয়সী মিনাউরের বিপক্ষে প্রথম সার্ভেই নাদাল ৮০ শতাংশ পয়েন্ট অর্জন করেছেন। তবে ২৭তম বাছাই এই তরুণ নাদালকে রুখতে যথাসাধ্য চেষ্টা করেছেন। তাইতো তার প্রশংসা করেছেন নাদালও, ‘সে একজন বড় যোদ্ধা। বেশ চটপটে। সম্ভবত এবারের আসরের সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়। খুবই ভালো একটা ম্যাচ ছিল। তাকে আমি অভিনন্দন জানাতে চাই। তার ভবিষ্যত খুবই ভালো।’

মিনাউর অবশ্য টানা সাত ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে নাদালের মুখোমুখি হয়েছিলেন। গেল সপ্তাহে সিডনিতে তিনি এটিপি শিরোপা জিতেছেন। বিদায় নিলেও এই মৌসুমে তিনি যা অর্জন করেছেন সেটার জন্য গর্বিত।

২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতা নাদাল চতুর্থ রাউন্ডে চেকপ্রজাতন্ত্রের থমাস বার্ডিচের মুখোমুখি হবেন রোববার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়