ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদারের কাছে চাঁদা দাবি

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদারের কাছে চাঁদা দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদারের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন নম্বর থেকে কল করে ও মেসেজ পাঠিয়ে অনবরত চাঁদা দাবি ও হুমকি দেয় দুর্বুত্তরা। এ বিষয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১৭২ (১/২২/২০১৯)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (ধানমন্ডি জোন) আহসান খান জানান, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদারের কা‌ছে দুর্বৃত্তরা চাঁদা চে‌য়ে হুম‌কি দি‌য়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

সাংবাদিক শাহজাহান সরদার বলেন, মঙ্গলবার অফিস থেকে দুপুরে বাসায় যাওয়ার সময় ২টা ৫ মিনিটে ০১৮৮০-৮৭২৮১৩ নম্বর থেকে আমার নম্বরে কল এলে আমি রিসিভ করি। উক্ত ব্যক্তি, শাহাদাৎ নামের তার এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য অন্য আরেকজনকে মোবাইল ফোন দেন। তিনি আমাকে বলেন, ভারতে তাদের কিছু লোক চিকিৎসাধীন আছে। এজন্য তার ৫০-৬০ লাখ টাকা প্রয়োজন। তার এ বক্তব্যে জানতে চাই, এজন্য আমার কোনো নিউজ করে দিতে হবে কি না। জবাবে উক্ত ব্যক্তি বলেন, নিউজ না আর্থিক সাহায্য করতে হবে। ফোনের ওই প্রান্ত থেকে বলা হয়, আমি শাহাদাৎ, সবাই আমাকে চেনেন। আমি বললে সবাই টাকা দেয়। আপনি যা পারেন দেন। সাহায্য করেন। আমার লোক যাবে।

‘টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি বলেন, আপনি আমাকে চিনতে পেরেছেন? না, জবাব দিলে তিনি বলেন, আমাকে চেনে না, এমন কেউ নেই। আপনি চিনলেন না। কিছুটা ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, বিকাশ নম্বর দিচ্ছি, পাঠিয়ে দিবেন। বাসার ঠিকানা জানি বলেও হুমকি দেয় ওই দুর্বৃত্ত।’

শাহজাহান সরদার আরো বলেন, বাসায় গিয়ে স্ত্রীর কাছে শুনি, ল্যান্ড ফোন নম্বরে কে একজন কল করে আমি কোথায় আছি এবং দুপুরে আসব কিনা জানতে চান। আমার স্ত্রীর নাম বলে জানতে চান তিনিই কথা বলছেন কিনা। স্ত্রী বলেন, হ্যাঁ আমিই বলছি। স্ত্রী তার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি লাইন কেটে দেন। কিছুক্ষণ পর মোবাইলে ওই নম্বর থেকেই বিকাশ নম্বরে টাকা চেয়ে একটি মেসেজ আসে। এরপর বিকেলে টাকা চেয়ে ফোন করে হুমকি ও মেসেজ দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যায়ও মেসেজ দিয়ে টাকা চায় তারা।’

শাহজাহান সরদার ৪০ বছরের অধিক সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাতা সম্পাদক, মানবকণ্ঠ ও আলোকিত বাংলাদেশের সম্পাদক, যুগান্তরের উপ-সম্পাদক, ইত্তেফাকের চিফ রিপোর্টার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক। এছাড়া, তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২২ জানুয়া‌রি ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়